ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক হারে মিশন শেষ বাংলার মেয়েদের

প্রকাশিত: ০৫:০৯, ৭ মে ২০১৮

হ্যাটট্রিক হারে মিশন শেষ বাংলার মেয়েদের

স্পোর্টস রিপোর্টার ॥ দ্রুতগতির ফুটসাল চ্যাম্পিয়নশিপে অভিষেকটা মোটেও সুখকর হলো না বাংলাদেশ মহিলা ফ্টুবল দলের। প্রথমবারের মতো এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে থাইল্যান্ড সফরে যায় বাংলার মেয়েরা। কিন্তু নিজেদের গ্রুপের সবকটি ম্যাচেই বাজে হেরে মিশন শেষ করেছেন সাবিনা, কৃষ্ণারা। রবিবার ব্যাংককে শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ প্রমীলা দল। ‘বি’ গ্রুপের এই ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। আগের ম্যাচ দু’টির মতো চাইনিজ তাইপের কাছেও পুরো খেলায় পাত্তা পাননি বাংলার মেয়েরা। ম্যাচের প্রথম ও তৃতীয় মিনিটে দুই গোল করে তাইপেকে চালকের আসনে নিয়ে যান লিন। দশম মিনিটে তিন নম্বর গোল করেন ট্যাং। ১৯ মিনিটে লিন হুই তাইপের হয়ে চতুর্থ গোল করেন। ২৩ মিনিটে বাংলাদেশের হয়ে সান্ত¡নাসূচক গোলটি করেন সাবিনা। কিন্তু ২৫ মিনিটে হুইয়ের ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পাঁচ নম্বর গোল করেন। ২৬ মিনিটে তাইপের হয়ে শেষ গোলটি করেন টি সাই। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হারা মেয়েরা দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছিল ৭-০ গোলে। সবমিলিয়ে তিন ম্যাচে মেয়েরা হজম করেছে ২০ গোল। বিপরীতে করতে পেরেছে মাত্র দুই গোল। ফাইভ-এ সাইড টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যায় বাংলাদেশের মেয়েরা। যাওয়ার আগে কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছিলেন, অভিজ্ঞতা নেয়াই মূল লক্ষ্য তার দলের। কিন্তু অভিজ্ঞতটা যে মোটেও সুখকর হলো না সেটা বলাইবাহুল্য। অবশ্য শেষ ম্যাচ খেলার পর স্বস্তির জায়গা খুঁজে পেয়েছেন বাংলাদেশ কোচ। গোলাম রব্বানী ছোটন বলেন, আমি মনে করি, প্রথম দুই ম্যাচে যা শিখেছে সেটা দেখিয়েছে আমাদের মেয়েরা। আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু তারা ফুটসালে নতুন। তারা ভালো ফুটসাল দল হবে মনে করি। তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে। এই ম্যাচে আমরা চার থেকে পাঁচটি সুযোগ পেয়েছিলাম। তারা খুব ভালো করেছে। ২০১৫ সালে ফুটসালের প্রথম আসর অনুষ্ঠিত হয়। দুই বছর পরপর হওয়ার কথা থাকলেও গত বছর আসরটি হয়নি। এবারের আসরে চার গ্রুপে ১৫টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে শিরোপার জন্য। বাংলাদেশ খেলেছে ‘বি’ গ্রুপে।
×