ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘরের মাঠে খেলা হচ্ছে না ধোনিদের

প্রকাশিত: ০৬:৪৮, ১৩ এপ্রিল ২০১৮

ঘরের মাঠে খেলা হচ্ছে না ধোনিদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফিরেছিল চেন্নাই সুপার কিংস। এবারও দলের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির কাঁধে। জয় দিয়ে শুরু করে প্রত্যাবর্তনটা মধুর হলেও দলের অন্যতম তারকা রবীন্দ্র জাদেজাকে লক্ষ্য করে দর্শক গ্যালারি থেকে ছোড়া হয়েছে জুতা। তামিলনাড়ুর জাতীয়তাবাদী দল ‘নাম তামিলার কাচ্চি’ আন্দোলন করছে কাবেরী নদীর পানি বন্টন ইস্যুতে। আর তাতেই স্টেডিয়ামে ঘটে গেছে এমন ঘটনা। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে পানি বন্টনের ব্যাপারটির সুরাহা না হওয়া পর্যন্ত চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামের দরজা বন্ধ রাখা হোক। নয়তো বিষাক্ত সাপ ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। তামিলনাড়ু রাজ্যের সরকার ক্রিকেট ম্যাচের জন্য যথাযথ নিরাপত্তা দিতে পারবে না বলেও জানানো হয়েছে। এ কারণেই চেন্নাইয়ের আইপিএল ম্যাচগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর পরিবর্তে চেন্নাই থেকে ১২০০ কিলোমিটার দূরে পুনেতে ম্যাচগুলো খেলবেন ধোনিরা। কাবেরী পানি বন্টন ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত চিপক স্টেডিয়ামে চেন্নাই দলের খেলা বন্ধ করা হোক। বয়কট করা হোক আইপিএল। এই দাবিই করেছে কাবেরী ইস্যুতে আন্দোলনরত তামিলের জাতীয়তাবাদী দল ‘নাম তামিলার কাচ্চি’। তাদের দাবি, কেন্দ্রের বিজেপি সরকারের গড়িমসির কারণেই এখনও পর্যন্ত ঝুলে রয়েছে কাবেরী ইস্যু। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কর্ণাটক ভোটের আগে কোনভাবেই এই সমস্যার ফয়সালা হবে না। যার কিছুটা আন্দাজ করতে পেরেই আরও বড় আন্দোলনের পথে এগোচ্ছে তামিলের জাতীয়তাবাদী দলসহ আরও বেশ কিছু ছোট সংগঠন। আগামীদিনে চিপক স্টেডিয়ামে খেলা বন্ধ করার হুমকিও দিয়ে রেখেছে বেশ কিছু ছোট দল। সেজন্য শুধু জুতা নিক্ষেপই নয়, পাশাপাশি মাঠে বিষধর সাপ ছেড়ে দেয়ার হুমকিও প্রদান করেছে বিক্ষোভকারীরা। এ কারণে ২ বছর পর আইপিএলে ফিরেও স্বস্তি নেই ধোনিদের। মাত্র দুটি ম্যাচ ঘরের মাটিতে খেলার পরই এখন তাদের ঘরছাড়া হতে হবে। কারণ রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণে আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএল গবর্নিং কাউন্সিল চেন্নাইয়ের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছে এমএ চিদম্বরম স্টেডিয়াম থেকে তা পুনেতে সরিয়ে নেয়ার।’ ইতোমধ্যে একটি ম্যাচ চিপকে খেলেছে চেন্নাই। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই। তাই এখানেই সবধরনের বড় কর্মকা-গুলো হয়ে থাকে। পানি বন্টন ইস্যুতে বর্তমানে পুরো রাজ্যেই বেশ অস্থিরতা চলছে। এখন সে কারণে আইপিএলের কোন ম্যাচই এখানে অনুষ্ঠিত হবে না। স্বাগতিকদের বাকি ৬ ম্যাচ খেলতে হবে ভারতের আরেক প্রান্ত পুনেতে গিয়ে। মঙ্গলবার চেন্নাইয়ের খেলোয়াড়দের দিকে বেশ কয়েকবার জুতা নিক্ষেপ করা হয়েছিল ফিল্ডিং করার সময়। দারুণ খরায় এই রাজ্যটি বরাবরই বেশ সমস্যায় থাকে। ২০১৪ সালেও আইপিএলের ৪টি ম্যাচ চেন্নাইয়ের পরিবর্তে রাঁচিতে আয়োজন করতে হয়েছিল। সেবারও তামিলনাড়ু ক্রিকেট এ্যাসোসিয়েশনের সঙ্গে স্থানীয় সরকারের একটা বিতর্ক হয়েছিল। আর এবার শুরুতেই ধাক্কা খেয়ে গেল আইপিএল।
×