ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেয়েদের ত্রিদেশীয় টি২০ সিরিজ

ল্যানিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৪৭, ১ এপ্রিল ২০১৮

ল্যানিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে  চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ মেগ ল্যানিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। মুম্বাইয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৯ রানের বিশাল স্কোর গড়ে অসি মেয়েরা। মাত্র ৪৫ বলে ১৬ চার ও ১ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন ল্যানিং। ৩০ বলে ৮ চারে ৫০ রান করে আউট হন এলিসা ভিলানি। জবাবে তারকা ব্যাটার নাটালি স্কিভার ৪২ বলে ৫০ রান সত্ত্বেও বাকিদের ব্যর্থতায় ৯ উইকেটে ১৫২ রানে থামে ইংলিশ নারীদের সংগ্রহ। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন মেগ ল্যানিং। সিরিজে আগের তিন ম্যাচে যথাক্রমে ৩৫, ১১ ও ৪১ রানে অপরাজিত ছিলেন বিশ্ব প্রমীলা ক্রিকেটের এই বড় তারকা। ফাইনালসহ রাউন্ড রবিন লীগভিত্তিক সাত ম্যাচের সবকটিই হবে স্থানীয় বালবোর্ন স্টেডিয়ামে। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপরই রয়েছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। তবে সাম্প্রতিক সময়ে উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতও চমৎকার খেলছে। এই মুহূর্তে প্রমীলা টি২০ ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দু’দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিউজিল্যান্ড তিন ও ভারত আছে চার নম্বরে। সবমিলিয়ে শক্তিশালী তিন নারী দলের টি২০ লড়াই ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে আগ্রহের কমতি ছিল না।
×