ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জয় দিয়েই সেরেনার ফেরা

প্রকাশিত: ০৭:১৮, ১০ মার্চ ২০১৮

জয় দিয়েই সেরেনার  ফেরা

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই ফিরলেন সেরেনা উইলিয়ামস। বৃহস্পতিবার ইন্ডিয়ান ওয়েলসের মহিলা এককে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা দুর্দো-প্রতাপেই হারালেন কাজাখস্তানের জেরিনা ডায়াসকে। সেরেনা উইলিয়ামস ছাড়াও ইন্ডিয়ান ওয়েলসের প্রথম রাউন্ডে জয়ের স্বাদ পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, মনিকা পুইগ, এবং একাটেরিনা মাকারোভার মতো তারকারা। ইন্ডিয়ান ওয়েলসে এদিন টেনিস প্রেমীদের আলাদা করেই নজর ছিল সেরেনার ম্যাচে। ভক্ত-অনুরাগীদের মোটেও হতাশ করেননি তিনি। মা হওয়ার আগে সর্বশেষ ম্যাচটাও জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের ফাইনাল জিতে গড়েছিলেন নতুন এক ইতিহাস। কোর্টে যখন টেনিসের ওপেন যুগের সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডসম ট্রফিটাকে উঁচিয়ে ধরেন তখনও অন্তঃসত্ত্বা ছিলেন আমেরিকান এই কিংবদন্তি। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণাটা দেন তারও কিছুদিন পরে। গত বছরের পহেলা সেপ্টেম্বর প্রথম কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সেই দীর্ঘ বিরতি শেষে বৃহস্পতিবার আবারও মহিলা এককে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে কোর্টে নামেন সেরেনা উইলিয়ামস। প্রত্যাবর্তনটাকেও স্মরণীয় করে রাখলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। ইন্ডিয়ান ওয়েলসের প্রথম রাউন্ডের ম্যাচে দারুণ লড়াই করে সেরেনা উইলিয়ামস ৭-৫ এবং ৬-৩ গেমে হারান কাজাখস্তানের জেরিনা ডায়াসকে। জয়ে শেষ করা সেরেনার ফের শুরুটাও প্রতিপক্ষকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে। এতটুকুও বদলাননি আমেরিকান টেনিসের এই কৃষ্ণকলি! অথচ বয়সে ছত্রিশকেও ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। গত দুই দশক ধরেই টেনিস কোর্টে রাজত্ব করছেন দাপটের সঙ্গে। প্রতিপক্ষকে হেলায় হেলায় হারিয়ে দেয়া সেরেনা উইলিয়ামস কোথায় গিয়ে থামবেন? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। ইন্ডিয়ান ওয়েলসের আগেই অবশ্য নিজেকে যাচাই করে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। খেলেছেন প্রদর্শনী ম্যাচ। অংশ নিয়েছেন ফেড কাপের দ্বৈতেও। কিন্তু বোনের সঙ্গে সেই দ্বৈতের ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তাই আরও একটু সময় নিয়েই মহিলা এককে খেলার ঘোষণা দিয়েছিলেন এই আমেরিকান তারকা। অবশেষে ঠিক নিজের মতো করেই যেন ফিরলেন সেরেনা। সন্তান জন্ম দেয়ার মাত্র ছয় মাস পরেই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিলেন তিনি। প্রায় ১৪ মাস, আরও সুস্পষ্ট করে বললে ৪০৪ দিন পর মহিলা এককের কোন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিলেন তিনি। ম্যাচ শেষে দারুণ রোমাঞ্চিত সেরেনা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকার ফেরার ম্যাচ দেখতে এদিন ক্যালিফোর্নিয়ার স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ১০ হাজার সমর্থক। সেখানে ছিলেন তার স্বামী এ্যালেক্সিস ওহানিয়ান এবং বড় বোন ভেনাস উইলিয়ামসও। এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেই ভেনাসের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরেনা উইলিয়ামসের। দিনের অন্য ম্যাচে ভিক্টোরিয়া আজারেঙ্কা হারিয়েছেন গ্রেট ব্রিটেনের হেথার ওয়াটসনকে। বেলারুশ সুন্দরী এদিন ৬-৪ এবং ৬-২ গেমে পরাজিত করেন ওয়াটসনকে। রাশিয়ান তারকা একাটেরিনা মাকারোভাও খুব সহজে পেরিয়েছেন প্রথম রাউন্ডের বাধা। এদিন তিনি ৬-২ এবং ৬-৪ গেমে হারিয়েছেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। অন্য ম্যাচে রিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী মনিকা পুইগ জিততে অবশ্য ঘাম জড়িয়েছেন।
×