ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডকে হারিয়ে শুরু চায় আজ বাংলাদেশ হকি দল

প্রকাশিত: ০৬:৪৭, ৯ মার্চ ২০১৮

থাইল্যান্ডকে হারিয়ে শুরু চায় আজ বাংলাদেশ হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট, শূটিং, দাবা, রোলবল, ব্রিজ, ক্যারম প্রভৃতি খেলায় বিশ্বকাপের মূলপর্বে খেলেছে বাংলাদেশ। ফুটবলে খেলবে, সে আশা সুদূর পরাহত। তবে হকিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ও সামর্থ্য দুটোই আছে লাল-সবুজদের। তবে তার আগে এশিয়ান অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। এই মঞ্চে যোগ দেয়ার যোগ্যতা তখনই অর্জিত হবে, যখন বাছাইপর্বে সেরা হতে পারবে। সেই পথেই আজ থেকে যাত্রা শুরু করবে মাহবুব হারুনের শিষ্যরা। লক্ষ্য এশিয়ান গেমস হকির মূলপর্ব। সেই লক্ষ্যে পৌঁছানোর মিশনে আজ ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সের নীল টার্ফে বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথম পরীক্ষায় অবতীর্ণ হবে বাংলাদেশ দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে গ্রুপ ‘এ’র ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এশিয়ান গেমস। ১১ মার্চ হংকং এবং ১৩ মার্চ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ। আর গ্রুপ ‘বি’তে আছে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বাংলাদেশের খেলা আজ থেকে শুরু হলেও গতকাল থেকেই শুরু হয়েছে এশিয়ান গেমস হকির বাছাইপর্বের খেলা। এই আসরে বাংলাদেশের পরিসংখ্যান চমকপ্রদ। কখনই ফাইনালে হারেনি। এ টুর্নামেন্টে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। এবারও একই সাফল্যের পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখছেন জিমি-চয়নরা। তারপরও ‘পচা শামুকে পা কাটা’র ভয় তো আছেই। তার ওপর প্রথম ম্যাচ, কিছুটা ¯œায়ুচাপ তো আছেই। যদিও কাগজে-কলমে এবং শক্তির নিরিখে থাইল্যান্ডের চেয়ে যোজন ব্যবধানে অনেক এগিয়ে বাংলাদেশ। আর প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে পারলেই বাকি ম্যাচগুলো সহজ হয়, এটা ভালমতোই জানে বাংলাদেশ দল। তবে এবারের আসরে বাংলাদেশের যত ভয় ওমানকে নিয়ে। তারাই সবচেয়ে বড় বাধা বাংলাদেশের। গত বছর ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে জিততে না পারলেও তাদের ক্ষয়িষ্ণু শক্তি দেখিয়েছিল ভালই। সেবার নিজেদের ভেন্যুতে ষষ্ঠ স্থান অধিকার করলেও সমর্থকদের মন ভরাতে পারেননি জিমিরা। এবার ওমানে শিরোপা জিতে সেই আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর তারা। আর এই এশিয়ান গেমস হকির বাছাইপর্ব দলের তরুণদের জন্য নিজেদের প্রমাণের সুবর্ণ সুযোগ। দ্বীন ইসলামের মতো নবাগতর জন্য এটা চ্যালেঞ্জও বটে। নতুনরা সেই চ্যালেঞ্জ জিতবে বলে বিশ্বাস কোচ মাহবুব হারুনের। এদিকে বাংলাদেশ জাতীয় হকি দল গত ৭ মার্চ কাজাখস্তানের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলে। একতরফা সেই ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ দল। জয়ী দলের হাসান যুবায়ের নিলয় জোড়া গোল করেন। ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি এবং খোরশেদুর রহমান ১টি করে গোল করেন। কোন সন্দেহ নেই, আজকের ম্যাচের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। বাংলাদেশ দলের প্রথম লক্ষ্য হলো কোয়ালিফাইং করা। আর দ্বিতীয়টি হলো চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমসের মূলপর্বে খেলা। দলের প্রস্তুতি প্রায় দেড় মাস। তবে ঘাটতি একটাইÑ প্র্যাকটিস ম্যাচের। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়বে ১২টি দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। ৫টি দল বাছাইপর্ব থেকে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। ওমানে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ। সবারই র‌্যাঙ্কিং অবস্থান বাংলাদেশের অনেক পেছনে। আইএইচএফের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩০। বাংলাদেশের গ্রুপে থাকা অন্য চার দলের মধ্যে দুই দলের অবস্থান শুধু উল্লেখ করার মতো। হংকং ৪৫ ও থাইল্যান্ড আছে ৪৭তম অবস্থানে। বাকি দুই দলেরই কোন অবস্থান নেই র‌্যাঙ্কিংয়ে। এ কারণে দেশ ছাড়ার আগে প্রস্তুতি ম্যাচের ওপরও তেমন গুরুত্ব দেয়নি হকি ফেডারেশন। বাংলাদেশ দল ॥ অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মামুনুর রহমান চয়ন, সারোয়ার হোসেন, রোমান সরকার, হাসান যুবায়ের নিলয়, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন ও দ্বীন ইসলাম ইমন। স্ট্যান্ডবাই ॥ বিপ্লব কুজুর, মনোজ বাবু, মাহবুব হোসেন এবং মোহাম্মদ মহসিন।
×