ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গোলরক্ষক-স্ট্রাইকারদের দক্ষতা বৃদ্ধিতে কোচ মারুফুলের উদ্যোগ

প্রকাশিত: ০৪:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

গোলরক্ষক-স্ট্রাইকারদের দক্ষতা বৃদ্ধিতে কোচ মারুফুলের উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ গোলের খেলা ফুটবল। একটা দলের সাফল্য মাপা হয় শিরোপারভিত্তিতে। কোচের বেলাতেও একই। খেলায় পূর্ণ পয়েন্ট লাভ বা জয় পাওয়াটাই হচ্ছে শেষ কথা। এ জন্য অনেক কোচই আছেন যারা দলকে নেগেটিভ বা কদর্য ফুটবল খেলান, জেতার জন্য আশ্রয় নেন নোংরা কৌশলের। তাদের অভিধানে ‘সুন্দর ফুটবল’ বলে কিছু নেই। ফুটবলবোদ্ধাদের মতে, জয় পাওয়াটাই শেষ কথা নয়, খেলতে হবে মনোমুগ্ধকর ফুটবল। ব্রাজিলের সাম্বা, হল্যান্ডের টোটাল, জার্মানির পাওয়ার আর স্পেনের টিকিটাকা ফুটবলের জয়জয়কার সবসময়ই ছিল, আছে এবং থাকবে। মাঠে ফুটবলটাকে শৈল্পিকভাবে উপস্থাপন করেও যে সাফল্য পাওয়া যায় তার সর্বশেষ দৃষ্টান্ত স্থাপন করেছিল স্পেন ২০১০ বিশ্বকাপে। কিন্তু ওসব দেশের ফুটবলের সঙ্গে যদি বাংলাদেশের ফুটবলের (তাও আবার ঘরোয়া ফুটবল) তুলনা করা হয়, তাহলে ব্যাপারটা যে বাড়াবাড়ি হয়ে যাবে, এতে কোন সন্দেহ নেই। তবে এদেশের ঘরোয়া ফুটবলে মারুফুল হক নামের একজন কোচ আছেন, যিনি দৃষ্টিনন্দন ফুটবল খেলিয়ে এদেশের চারটি ক্লাবকে জিতিয়েছেন ১০টি শিরোপা। দেশের সবচেয়ে হাই-প্রোফাইল (উয়েফা ‘এ’ লাইসেন্সধারী) এই কোচকে প্রায়ই ভাবায় জাতীয় ফুটবল দলের ব্যর্থতা, বিশেষ করে গোলকিপার এবং স্ট্রাইকার পজিশনের দুর্বলতা। নিজে দুই দফায় জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেও বহু বছরের পুরনো এই সমস্যা দূর করতে পারেননি মারুফুল। তবে এই সমস্যা তিনি দূর করতে চান অন্যভাবে। ক্লাব কোচিংয়ের পাশাপাশি তিনি ‘ক্রিয়েটিভ ফুটবল স্কুলে’র প্রধান পরিচালক এবং কোচ। এই সংস্থাটি আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে তিন সপ্তাহব্যাপী একটি প্রোগ্রাম (১ এবং ৯ পজিশনাল হাই পারফর্ম্যোন্স ট্রেনিং প্রোগ্রাম) আয়োজন করতে যাচ্ছে। এই প্রোগ্রামে শুধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নশিপ লীগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগের ফুটবলাররা নির্ধারিত ফি দিয়ে অংশ নিতে পারবে। প্রতি পজিশনে ২৪ জন করে খেলোয়াড় অংশ নিতে পারবে। আগ্রহী গোলকিপার এবং স্ট্রাইকারদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মারুফুলের সঙ্গে (ফোন নম্বর ০১৫৫২৩১৩৯৬৯) যোগাযোগ করতে হবে। এটা কোন ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম নয়। বরং বিভিন্ন লীগের গোলকিপার-স্ট্রাইকারদের ব্যক্তিগত দক্ষতা বাড়ানো। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রোগ্রাম থাকলেও বাংলাদেশের ইতিহাসে এমনটাই এই প্রথম। এই প্রোগ্রামে থাকবেন চার গোলরক্ষক এবং চার স্ট্রাইকার কোচ। মারুফুল থাকবেন সমন্বয়ক হিসেবে।
×