ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দিল্লীর দূষণ ঘিরে বড় প্রশ্ন

প্রকাশিত: ০৪:২৪, ৯ ডিসেম্বর ২০১৭

দিল্লীর দূষণ ঘিরে বড় প্রশ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে তিন ম্যাচের সিরিজ ১-০তে হারলেও নাম্বার ওয়ানদের রুখে দিয়ে দুটি টেস্ট ড্র করেছে শ্রীলঙ্কা। দুর্ধর্ষ বিরাট কোহলিদের বিরুদ্ধে যা বড় কৃতিত্বের দাবি রাখে। ফিরোজ শাহ কোটলায় অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে স্বাগতিকদের জয়বঞ্চিত করেছেন তরুণ ধনঞ্জয়া ডি সিলভা। তবে সব ছাপিয়ে এখনও আলোচনায় দিল্লীর বায়ুদূষণ। শ্রীলঙ্কান ক্রিকেটাররা মাস্ক পরে ফিল্ডিং-বোলিং করেছেন, একাধিক সদস্য মাঠের মধ্যেই বমি করেছেন, দু’একজন তো মাঠ ছেড়েই বের হয়ে গেছেন। ভারতীয় পত্র-পত্রিকায় এ নিয়ে অতিথিদের কটাক্ষ করে বলা হয়েছে, কোহলিদের দুর্বার ক্রিকেটের চাপেই নাকি তাদের এমন ভনিতা! তবে ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, দিল্লীর বাতাস ভয়াবহ রকমের দূষিত। শ্রীলঙ্কান টিম ম্যানেজার অশোকা গুরুসিনহা বিষয়টি নিয়ে সিরিয়াসলি ভাবার অনুরোধ করছেন। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পরবর্তী সভায় এ নিয়ে আলোচনা করবে। আইএমএ প্রথম থেকেই দিল্লীতে আন্তর্জাতিক, এমনকি স্থানীয় ম্যাচ আয়োজনের বিরোধিতা করে আসছে। সংস্থাটি এবার তাদের উদ্বেগের কথা জানিয়ে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কাছে চিঠি লিখেছে। আইএমএ’র সভাপতি কে কে আগারওয়াল বিষয়টি নিয়ে বিরক্তি লুকাননি। তার ভাষায় এতে শিশুদের ভুল বার্তা দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাতাসে গ্রহণযোগ্য পিএম-২.৫ লেভেল (বস্তু কণার পরিমাণ) ১০। সেখানে দিল্লীর বাতাসে এর পরিমাণ ৩০০! এমন পরিস্থিতিতেও টেস্ট আয়োজন শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেবে বলে মনে করেন আগারওয়াল। বিসিসিআইকে দেয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ শিশুদের এই ধারণা দিল, পিএম-২.৫ এর মাত্রা ৩০০’র বেশি হলেও ক্রিকেট খেলা যাবে!’ চিঠিতে দাবি করা হয়েছে, এমন অবস্থায় খেলা হলে হৃদযন্ত্র ও ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে।
×