ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিতর্কে সানিয়া মির্জা

প্রকাশিত: ১৮:২০, ১৭ আগস্ট ২০১৭

বিতর্কে সানিয়া মির্জা

অনলাইন ডেস্ক ॥ উপমহাদেশের অন্যতম সেরা টেনিস তারকা সানিয়া মির্জা। ভারতের মাটিতে জন্ম হলেও বৈবাহিক সূত্রে তিনি আবার পাকিস্তানের তারকা ক্রিকেটা শোয়েব মালিকের স্ত্রী। ফলে দুই দেশেরই নাগরিক তিনি। এই নাগরিকত্বই তাকে এবার নতুক করে বিতর্কে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। গত ১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। এবং পরদিন ১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কোনো প্রতিক্রিয়া না জানিয়ে পরদিন সানিয়া মির্জা ইনস্টাগ্রামে ভারতের জাতীয় পতাকা হাতে একটি ছবি পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান। আর এটা নিয়েই হয়েছে সমস্যা। পাকিস্তানিদের দাবি, সানিয়া তো পাকিস্তানের পুত্রবধূও। তাহলে পাকিস্তানের স্বাধীনতা দিবসে কেন শুভেচ্ছা জানালো না। সানিয়ার শুভেচ্ছা বার্তা পড়ার পরে এক পাকিস্তানি সাংবাদিক এক হাত নেন ভারতের টেনিস তারকাকে। সেই সাংবাদিক সানিয়াকে কটাক্ষ করে বলেছেন, এশিয়ান কোনো নারীর সঙ্গে বিয়ে না করে বিদেশি নারীর সঙ্গে বিয়ে করা উচিত। ওয়াসিম আকরামের স্ত্রী ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
×