ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিন ফরমেটেই পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ

প্রকাশিত: ০৬:৫১, ৫ জুলাই ২০১৭

তিন ফরমেটেই পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন পর আইসিসির কোন টুর্নামেন্টে সেরা সাফল্য পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দলকে পাইয়ে দিয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথমে টি২০ অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়া শুরু করেছিলেন পাক ক্রিকেট দলের। পরে হয়ে যান ওয়ানডের অধিনায়কও। এবার টেস্ট দলের অধিনায়ক হিসেবেও তাকেই মনোনীত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে এখন তিন ফরমেটেই পাক ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সরফরাজ। গত বছর পাকিস্তানের টি২০ দলের অধিনায়কত্ব কাঁধে বর্তায় সরফরাজের। অলরাউন্ডার শহীদ আফ্রিদি ক্রিকেট থেকে অবসর নেন। ওই মুহূর্তে উইকেটরক্ষক হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে দারুণ ফর্মে ছিলেন সরফরাজ। নিজেকে পাক দলে নিয়মিত ও অপরিহার্য করে তুলেছিলেন। তিনি নেতৃত্ব পাওয়ার পর থেকেই টি২০ ক্রিকেটে টানা সাফল্য পেতে থাকে পাকরা। তার অধীনে ৮ টি২০ খেলে মাত্র একটিতে পরাজিত হলেও বাকি ৭ ম্যাচেই জয় পেয়েছে তারা। আর ওয়ানডে ক্রিকেটে ৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৭ ম্যাচ। তাই সাফল্যটা দারুণ সরফরাজের। এর সঙ্গে যোগ হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা। দীর্ঘদিন রাজনৈতিক হানাহানিতে অস্থির দেশে একটা প্রাণচাঞ্চল্য ও অপার আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন তিনি। আর এমন সাফল্য এনে দেয়ার জন্য পাক ক্রিকেটারদের প্রত্যেককে ১ কোটি রুপী করে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ২০০৬ সালের অনুর্ধ-১৯ বিশ্বকাপেও পাকদের শিরোপা উপহার দিয়েছিলেন তিনি। এছাড়া আর কোন আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি পাকরা। ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিই পাকিস্তানের বড় কোন টুর্নামেন্টের শিরোপা জয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য একটি মিশনও ছিল পাকদের। আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে না পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ সম্ভব হবে না। এ কারণে ভাল নৈপুণ্য দেখিয়ে রেটিং বাড়ানো ছিল জরুরী। কিন্তু প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে বাজেভাবে হেরে শুরু হয় সরফরাজদের। তবে এরপর টানা দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নাস্তানাবুদ করে শুধু প্রতিশোধই নয়, পাশাপাশি শিরোপাও জয় করে নেয় তারা। আর উঠে যায় র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। এর ফলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাও নিশ্চিত হয়ে গেছে তাদের। সরফরাজ আসরের সেরা অধিনায়ক হিসেবে পুরস্কৃত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে টেস্ট নেতৃত্ব শূন্য পাকরা। অধিনায়ক মিসবাহ-উল-হক অবসর নিয়েছেন। দুই ফরমেটে দারুণ নেতৃত্ব গুণের জন্য তাই এবার সরফরাজকেই টেস্ট অধিনায়কত্ব দিল পিসিবি। এ বিষয়ে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমি এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ইতোমধ্যেই এটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে। আমি মনে করি তাকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করার এটাই উপযুক্ত সময়।’
×