ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৪৮, ২৯ মে ২০১৭

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমটা মোটেও ভাল কাটেনি বার্সিলোনার। লা লিগার শিরোপা হাতছাড়া হয়েছে। চ্যাম্পিয়ন্স লীগেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। মন্দের ভাল হিসেবে কাতালানদের শেষটা তাই ট্রফি দিয়ে করার সুযোগ আসে স্প্যানিশ কোপা ডেল রে’তে। সুযোগটা ভালমতোই কাজে লাগিয়েছেন লিওনেল মেসি, নেইমার, প্যাকোরা। শনিবার রাতে ফাইনালে ডিপোর্টিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন হয়েছে বার্সিলোনা। মাদ্রিদের ভিসেন্টে ক্যালডেরনে বার্সার হয়ে একটি করে গোল করেন মেসি, নেইমার ও আলকাসের। এই ম্যাচের মধ্য দিয়েই বার্সার কোচ অধ্যায় শেষ হয়েছে লুইস এনরিকের। ফাইনাল ম্যাচটা হয়েছে পুরোটাই মেসিময়। কেননা আর্জেন্টাইন অধিনায়ক প্রথমে নিজে গোল করেছেন এবং পরবর্তীতে গোল করিয়েছেন নেইমার ও প্যাকো আলকাসেরকে দিয়ে। এর ফলে রেকর্ড ২৯ বারের মতো কাপ শিরোপা জয় করল কাতালান ক্লাবটি। পাশাপাশি তিন মৌসুম ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালনকালে প্রতিটি মৌসুমেই ক্লাবকে শিরোপা পাইয়ে দেয়ার কৃতিত্ব অর্জন এবং নিজের নামের পাশে ৯টি শিরোপা লিখিয়ে রাখতে সক্ষম হলেন এনরিকে। নিষিদ্ধ থাকার কারণে ফাইনালে লুইস সুয়ারেজ ও সার্জি রবার্টোকে ছাড়াই খেলতে নামে বার্সিলোনা। এর ওপর আবার বিষ ফোড়ার মতো যুক্ত হয় জ্যাভিয়ার মাশ্চেরানোর ইনজুরি। আকস্মিক মাথায় চোট পাওয়ায় ১১ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিতে হয় কোচকে। এরপরও ম্যাচের ৩০ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি (১-০)। কিন্তু তিন মিনিট পরই কাতালানদের হতাশায় ডুবিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন আলাভেসের ফরাসী ডিফেন্ডার হার্নান্দেজ। ফ্রিকিক থেকে দারুণ এক গোল করেন তিনি (১-১)। তবে হতাশা কাটাতে বার্সিলোনাও খুব বেশি সময় নেয়নি। প্রমার্ধের বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেই পরপর দুই গোল করে ফের বার্সাকে এগিয়ে দেন নেইমার ও আলকাসের। ৪৫ মিনিটে নেইমার গোল করে কাতালানদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এই অর্ধের ইনজুরি টাইমে (৪৫+৩) আলকাসের ফের গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় বার্সিলোনা। বিরতির পর আর কোন গোল না হলে এই ব্যবধানেই হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হয় বার্সার। এই ম্যাচে মেসি ফের প্রমাণ করেছেন তিনি কেন সেরা। তাইতো ম্যাচ শেষে বিদায়ী কোচ লুইস এনরিকে বলেন, তিনি (মেসি) অসাধারণ এবং ভিন গ্রহের মানুষের মতো। মেসির সেরা সময়ে আমি তাকে দলে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই খেলার মাধ্যমে আবারও প্রমাণ করেছেন তিনিই সেরা। আলাভেসের কোচ মরিসিও পেলিগ্রিনোও মেসির মতো সমান সংখ্যক ৫ বার বিশ্বসেরা খেলোয়াড়ের খেতাব লাভ করেছেন। তিনিও মেসির প্রশংসা করে বলেন, মেসি হচ্ছেন ক্ষণজন্মা খেলোয়াড়দের একজন। তিনি নিজে যেমন গোলের সুযোগ সৃষ্টি করে গোল আদায় করতে পারেন, তেমনি অন্যদের দিয়ে গোল করাতেও পারদর্শী। ২০১৪ সালে বার্সিলোনার দায়িত্ব নেয়ার পর টানা তিনবার কোপা ডেল রে’র শিরোপা জিতলেন এনরিকে। আর সবমিলিয়ে জিতেছেন ৯টি শিরোপা। শেষ মৌসুমটা সাফল্যে মোড়ানো না হলেও কোন দুঃখ নেই ৪৭ বছর বয়সী এই কোচের। এ প্রসঙ্গে এনরিকে বলেন, আমি সুখী বোধ করছি। কেননা শিরোপা জিতে বার্সিলোনার সমর্থকদের খুশি করাটা আমি অনেক উপভোগ করেছি এবং এটা নিয়ে আমি গর্বিত। ১৩টার মধ্যে নয়টি শিরোপা খুবই ভাল রেকর্ড। আমিই বার্সিলোনার কোচ হিসেবে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এটা আমার জন্য এবং খেলোয়াড়দের সবচেয়ে ভাল হবে। ফাইনালে এক গোল করে রিয়াল মাদ্রিদ লিজেন্ড ফেরেঙ্ক পুসকাসের পাশাপাশি টানা তিনটি কোপা ডেল রে’র ফাইনালে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন নেইমার। ২০১৫ সালে এ্যাথলেটিক বিলবাও ও ২০১৬ সালে সেভিয়াকে হারিয়ে টানা দুই আসরের শিরোপা জিতেছিল বার্সা। আর দুটি ফাইনালেই গোল করেছিলেন নেইমার। এবার তৃতীয় ফাইনালেও গোল করেছেন। এই নিয়ে টানা তৃতীয় শিরোপা দখল করল কাতালান জায়ান্টরা। সর্বশেষ ১৯৬০ থেকে ১৯৬২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে পুসকাস তিনটি ফাইনালে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন।
×