ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবার ফাইনালে

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মে ২০১৭

ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবার ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো উয়েফা ইউরোপা লীগ ফুটবলের ফাইনালে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে ওল্ডট্র্যাফোর্ডে সেমিফাইনালে দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করে এ কৃতিত্ব দেখায় জোশে মরিনহোর দল। এর আগে সেল্টার মাঠে ম্যানইউ জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে রেড ডেভিলসদের জয় তাই ২-১ গোলে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স। সেমির দ্বিতীয় লেগে ফরাসী ক্লাব লিও’র কাছে ৩-১ গোলে হেরেও তারা ফাইনালের টিকেট পেয়েছে। কেননা প্রথম লেগ আয়াক্স জিতেছিল ৪-১ গোলে। দুই লেগ মিলিয়ে আয়াক্সের জয় ৫-৪ গোলে। ২৪ মে ফাইনালে লড়বে আয়াক্স ও ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লীগে সময়টা ভাল কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। শিরোপা জয় তো দূরের কথা, শেষ চারে থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে অংশ নিতে পারবে কি না তা নিয়েও আছে অনিশ্চয়তা। তবে ইউরোপা লীগে দাপুটে ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে রেড ডেভিলসরা। তবে ফাইনালে তারা এসেছে অনেকটা ভাগ্যের কৃপায়। ফিরতি লেগে ঘরের মাঠে তারা সেল্টার কাছে পাত্তাই পায়নি। অতিথিদের দুর্ভাগ্য, একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেও একটির বেশি গোলের দেখা পায়নি তারা। সেটা হলে বিদায় নিতে হতো রুনিদের। নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। ১৭ মিনিটে গোল করেছিলেন ফেলাইনি। ৮০ মিনিট পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই এগিয়ে ছিল রেড ডেভিলসরা। শেষ ১০ মিনিটে দেখা যায় নাটকীয় মুহূর্ত। ৮৫ মিনিটে গোল পরিশোধ করেন সেল্টার ডিফেন্ডার রোনকালিগা। তিন মিনিট পর লালকার্ড দেখে মাঠও ছাড়তে হয়েছিল এই স্প্যানিশ ফুটবলারকে। তার আগের মিনিটে লালকার্ড দেখেছিলেন ম্যানইউর ডিফেন্ডার এরিক বেইলিও। জমজমাট এ লড়াই শেষে অবশ্য ফাইনালে ওঠার তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে কোচ জোশে মরিনহোর অধীনে সময়টা খুব একটা ভাল না কাটলেও আগামী মৌসুমে ওল্ডট্র্যাফোর্ডেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনি। ৩১ বছর বয়সী রুনি এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২২টি ম্যাচে মূল একাদশে ছিলেন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন আছে রুনি চাইনিজ সুপার লীগ ও অথবা সাবেক ক্লাব এভারটনে পাড়ি জমাচ্ছেন। এ প্রসঙ্গে মুখ খুলেছেন রুনি। বলেন, এই ক্লাবে গত ১৩ বছর আমি আছি। অবশ্যই আমি ফুটবল খেলতে চাই। আর অবশ্যই ইউনাইটেডের হয়েই খেলতে চাই। এবারের মৌসুমে রুনি ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ইংলিশ স্ট্রাইকার নিজের বর্তমান অবস্থান নিয়ে বলেন, ফুটবলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ক্যারিয়ারে অনেক ধরনের পরিবর্তন হয়। এই মৌসুমে আমি ততটা ম্যাচ খেলিনি। কিন্তু এভাবেই ক্যারিয়ার চলবে। মাঠ এবং মাঠের বাইরে থেকে দলকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এজন্য বড় ধরনের কোন সিদ্ধান্ত নেইনি, তারপরও অবশ্যই আমি ফুটবল খেলোয়াড় ও মাঠে ফুটবল খেলতে চাই। যত বেশি খেলার সুযোগ পাব ততই নিজেকে পরিণত করতে পারব।
×