ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

অবসরে বিশ্বফুটবলে ‘চিরসবুজ’ স্ট্রাইকার টট্টি

প্রকাশিত: ০৪:১৪, ৫ মে ২০১৭

অবসরে বিশ্বফুটবলে ‘চিরসবুজ’ স্ট্রাইকার টট্টি

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সে চল্লিশকেও ছাড়িয়ে গেছেন ফ্রান্সেসকো টট্টি। কিন্তু বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনও ফুটবল মাঠে দাপট দেখাচ্ছেন তিনি। অবশেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন বিশ্বফুটবলে ‘চিরসবুজ’ খ্যাত এই স্ট্রাইকার। ২০১৬-১৭ মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন এএস রোমার এই ইতালিয়ান কিংবদন্তি। সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ইতালিয়ান সিরি ’এ লীগে তার দল রোমার নতুন স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি। ২৪ বছর আগে এএস রোমার জার্সি গায়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটেছিল ফ্রান্সেসকো টট্টির। ক্লাব ক্যারিয়ারে ৭৮৩ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ৩০৭ বার বল জড়ানোর অবিস্মরণীয় কীর্তি গড়েছেন তিনি। পুরো ক্যারিয়ারটাই এএস রোমায় কাটিয়েছেন তিনি। যে কারণেই অবসরে যাওয়ার পর তার নিজের ক্লাবেই ফিরতে যাচ্ছেন তিনি। এএস রোমার ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন টট্টি। এ বিষয়ে রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি বলেন, ক্লাবের সঙ্গে চুক্তি মোতাবেক এটাই তার (টট্টি) খেলোয়াড়ী জীবনের শেষ মৌসুম। এরপর তিনি ক্লাবের ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন। আমি তাকে পাশে চাই। কারণ টট্টি মানেই রোমা। ক্লাবের সম্যক বিষয়ে তিনি আমাকে ভাল জ্ঞান দিতে পারবেন।’ এবারের মৌসুমে রোমা নিজেদের শেষ ম্যাচ খেলবে আগামী ২৮ মে। চলতি মৌসুমে ইতালিয়ান সিরি ’এ লীগের দ্বিতীয় স্থানে অবস্থান করছে টট্টির দল রোমা। ৩৪ ম্যাচ থেকে ২৪ জয়, ৩ ড্র এবং বাকি ৭ ম্যাচে হারার সৌজন্যে তাদের দখলে এখন ৭৫ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে নেপোলি। ইতালিয়ান সিরি ’এ লীগে শীর্ষে যথারীতি জুভেন্টাস। ৩৪ ম্যাচ থেকে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দলের সংগ্রহে ৮৪ পয়েন্ট। অর্থাৎ রোমার চেয়ে ৯ পয়েন্ট বেশি। ইতালিয়ান ফুটবলে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে জুভরা। তাদের সামনে এবার রেকর্ড ষষ্ঠ স্কুডেট্টো জয়ের হাতছানি। শুধু তাই নয়, ইতালিয়ান জায়ান্টরা এবার চ্যাম্পিয়ন্স লীগেও রাজত্ব করছে। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। জিয়ানলুইজি বুফনের দল রাজত্ব করছে শেষ চারেও। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে মোনাকোর মুখোমুখি হয় তারা। সেই ম্যাচে আলভেজ-হিগুয়েইনরা ২-০ গোলে হারায় চলতি ফরাসী জায়ান্টদের।
×