ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাহির এখন নাম্বার ওয়ান

প্রকাশিত: ০৫:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৭

তাহির এখন নাম্বার ওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কাকে ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ করে দুই বছর পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিক। আর সিরিজে ১০ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন দলটির তারকা লেগস্পিনার ইমরান তাহির। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট ও ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারাইনকে পেছনে ফেলেছেন তিনি। টি২০তে আগেই সবার ওপরে ছিলেন ৩৭ বছর বয়সী এবার ওয়ানডেতেও সিংহাসন দখল করলেন। রঙিন পোশাকে সময়টা দারুণ কাটছে তাহিরের। টি২০’র শীর্ষ বোলার ৭১২ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থেকে লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন। সিরিজে আরও ৪৯ পয়েন্ট পাওয়ায় নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনকে টপকে শীর্ষে উঠে আসেন এই তুখোড় এই লেগ-ব্রেক বোলার। বর্তমানে তাহিরের পয়েন্ট ৭৬১, দুই ও তিনে নেমে যাওয়া বোল্ট ও নারাইনের পয়েন্ট যথাক্রমে ৭৫৭ ও ৭১১। পরের দুটি স্থানে অস্ট্রেলীয়া পেসার মিচেল স্টার্ক (৭০০) ও জস হ্যাজলউড (৬৮৪)। আর সিরিজে দুই সেঞ্চুরি ও এক অর্ধশতকসহ ৪১০ রান করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাটসম্যানদের তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন ফ্যাফ ডুপ্লেসিস। তার রেটিং পয়েন্ট এখন ৭৮৮। একলাফে সাত ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। ওয়ানডেতে অসাধারণ পারফর্মেন্স করা প্রোটিয়া টেস্ট অধিনায়ক এই সিরিজে ৬৭ পয়েন্ট যোগ করেছেন। পঞ্চম স্থানে কুইন্টন ডি কক (৭৭৮) ও ষষ্ঠ স্থানে হাশিম আমলা (৭৬৩)। ৮৭১ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৮৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি২০ অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে ভারতীয় তারকা বিরাট কোহলি। ওয়ানডে অলরাউন্ডার তালিকায় যথারীতি শীর্ষে বাংলাদেশের সাকিব-আল হাসান। যে কারণে নিষিদ্ধ পাকি ক্রিকেটার স্পোর্টস রিপোর্টার ॥ বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ফিক্সিংয়ের অভিযোগে ‘সাময়িক’ নিষিদ্ধ হয়েছেন দেশটির দুই জাতীয় ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। তবে বিষয়টা যে বেশ গুরুতর স্থানীয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে সেই চিত্রই উঠে এসেছে। আইসিসি’র (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) দুর্নীতি দমন বিভাগের হাতে ফিক্সিংয়ের তথ্য-প্রমাণ রয়েছে। উঠে এসেছে আরেক তারকা মোহাম্মদ ইরফানের নামও। খবরে প্রকাশ, ব্যাট হাতে ইচ্ছে করে দুটি বলে কোন রান না নেয়ার বিনিময়ে ২০ লাখ রুপী করে পেয়েছেন শারজিল ও লতিফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি নাজাম শেঠী অবশ্য হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, তদন্তে দোষ প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
×