ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তবু হাল ছাড়ছেন না মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:১৮, ৫ জানুয়ারি ২০১৭

তবু হাল ছাড়ছেন না মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচসহ টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন উইকেটে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যথাক্রমে ৭৭ রান, ৬৭ রান ও ৮ উইকেটে হেরেছে মাশরাফিবাহিনী। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এরপর প্রথম টি২০তেও ৬ উইকেটে হার হয়েছে। হাতে আছে এখনও চারটি ম্যাচ। দুটি টি২০ ও দুটি টেস্ট ম্যাচ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০তে খেলতে নামবে বাংলাদেশ দল। এত হারের পরও দলের সিনিয়র ক্রিকেটার, প্রথম টি২০ অর্ধশতক করা মাহমুদুল্লাহ রিয়াদ মনে করছেন, ‘নিউজিল্যান্ডকে হারানোর শক্তি আমাদের আছে।’ ওয়ানডে সিরিজে দলের জন্য কিছুই করতে পারেননি। তিন ওয়ানডেতে (০, ১, ৩) মোট চার রান করেছেন। তবে প্রথম টি২০তে দলের ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে দলের একমাত্র হাফসেঞ্চুরিয়ান ছিলেন মাহমুদুল্লাহ। ৫২ রান করেছেন। এমন পারফর্মেন্সে মাহমুদুল্লাহ খুশি। বলেছেন, ‘ওয়ানডেতে কিছুই করতে পারিনি। প্রথম টি২০তে কিছুটা সময় উইকেটে ছিলাম। একটু ভাল লাগছে। সবসময় বলি, ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং যা-ই হোক, দলের জন্য কিছু করতে পারলে ভাল লাগে।’ দুই বছর পর বিদেশের মাটিতে, ২০১০ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে বিপাকেই পড়েছে বাংলাদেশ দল। টানা হেরেই চলেছে। দেশের মাটিতে টানা সাফল্য পাওয়া দলটির বেহাল দশা হয়েছে। তবুও মাহমুদুল্লাহ মনে করেন, এ দশা দূর করা সম্ভব। বলেছেন, ‘নিউজিল্যান্ড ঘরের মাঠে খুবই ভাল দল। তবে আমরা বিশ্বাস করি ওদের হারানোর শক্তি আমাদের আছে।’ কিভাবে? জানালেন মাহমুদুল্লাহ, ‘দল হিসেবে খেলতে পারলে আমরা অবশ্যই জিতব। এই মুহূর্তে এটিই আমাদের মূল লক্ষ্য।’ মাহমুদুল্লাহ যতই বলুন দল হিসেবে খেলার কথা। সেটি হচ্ছেই না। একবার তামিম তো একবার ইমরুল। নয়ত একবার মোসাদ্দেক, নয়ত একবার মাহমুদুল্লাহ নৈপুণ্য দেখাচ্ছেন। কিন্তু দলগত নৈপুণ্য যেন উধাও হয়ে গেছে। তাতে করে দল হেরেও চলেছে। মাহমুদুল্লাহ মনে করেন, ‘আমরা প্রতিম্যাচেই সুযোগ পাচ্ছি। কাছাকাছি যাচ্ছি। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। এরপর আবার সুযোগ এলে সেগুলো যেন কাজে লাগাতে পারি। দলের ভাবনা এখন এটিই।’ সুযোগ সত্যিই পাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু তা কোনভাবেই কাজে লাগানো যাচ্ছে না। কিভাবে তা লাগবে? ব্যাটসম্যানরা ভাল করলে, বোলাররা পারছেন না। আবার বোলাররা পারলে, ব্যাটসম্যানরা পারছেন না। প্রথম ওয়ানডে ছাড়া, প্রতিটি ম্যাচেইতো ব্যাটসম্যানরা ব্যর্থ।
×