ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বেলের বাহাদুরিতে জয় রিয়ালের

প্রকাশিত: ০৬:৩৭, ৭ নভেম্বর ২০১৬

বেলের বাহাদুরিতে  জয় রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ লেগানেসকে সহজেই ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও সুসংহত করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার সন্ধ্যায় নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ে জোড়া গোল করেন দারুণ ফর্মে থাকা গ্যারেথ বেল। অপর গোলটি করেন ধারাবাহিক পারর্ফমার আলভারো মোরাটা। এই ম্যাচে গোল পাননি রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল জিতলেও হেরেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েডাডের কাছে ২-০ গোলে হারে এ্যাটলেটিকো। বিজয়ী দল দু’টি গোলই পায় পেনাল্টি থেকে। বর্তমানে ১১ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭। ২১ পয়েন্ট নিয়ে তিনে এ্যাটলেটিকো। রবিবার রাতের ম্যাচের আগে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সিলোনা। জিতলেও একই অবস্থানে থাকবে কাতালানরা। নিজেদের মাঠে সহজ জয় পেলেও শুরুটা ভাল হয়নি রিয়ালের। প্রথম গোলের জন্য ৩৮ মিনিট অপেক্ষা করতে হয় জিনেদিন জিদানের দলকে। রোনাল্ডো, বেল, মোরাটাদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগকে বেশ ভালভাবেই আটকে রাখে লেগানেসে। লীগে আগের ম্যাচে আলাভেসের বিরুদ্ধে রোনাল্ডো হ্যাটট্রিক করলেও চলতি মৌসুমে এখন পর্যন্ত তাকে স্বরূপে দেখা যায়নি। লেগানেসের বিরুদ্ধে শুরুতে অনুজ্জ্বল সি আর সেভেনের দেখা মেলে। ১৭ মিনিটে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হলুদ কার্ড দেখেন পর্তুগীজ তারকা। ২৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। ৩৮ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন বেল। মিডফিল্ডার ইস্কোর পাস নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে গোল করেন ওয়েলস তারকা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন বেল। মোরাটার হেড গোলমুখে পেয়ে লক্ষভেদ করেন আলতো টোকায়। ৭৬ মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করা তৃতীয় গোল করেন মোরাটা। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁদিক থেকে দুই ডিফেন্ডারের মধ্যদিয়ে ডি বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ভাগ্যের ফেরে সোসিয়েডাডের কাছে হারতে হয়েছে এ্যাটলেটিকোকে। প্রতিপক্ষের মাঠে শুরুতেই দিয়াগো গদিনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে এগিয়ে যেতে পারত দিয়াগো সিমিওনের দল। পরে কোকেও সুযোগ নষ্ট করলে গোলশূন্য থাকে প্রথমার্ধের খেলা। এসব মিসেরই খেসারত দিতে হয় সাবেক চ্যাম্পিয়নদের। ৫৪ মিনিটে কার্লোস আলবের্তো ভেয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিক সোসিয়েডাড। বাঁদিক থেকে আক্রমণে যাওয়া ইউরিকে ডি বক্সের মধ্যে গাবি ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন ভেয়া। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সোসিয়েডাড। এ সময় ভেয়াকে ডি বক্সে ফাউল করেন এ্যাটলেটিকোর এ্যাঞ্জেল কোরেয়া। পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করা গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে। লা লিগার চলতি মৌসুমে এ্যাটলেটিকোর এটি দ্বিতীয় হার। এ্যাটলেটিকোকে তাদের পরের ম্যাচ খেলতে হবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। ওই ম্যাচ নিয়ে ক্লাবটির স্প্যানিশ ডিফেন্ডার জুয়ানফ্রান জানিয়েছেন, তারা জয়ের জন্যই খেলবে। ১৯ নবেম্বর নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে রিয়ালের মুখোমুখি হবে এ্যাটলেটিকো। ম্যাচটি নিয়ে ৩১ বছর বয়সী জুয়ানফ্রান বলেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পরিকল্পনা করার অনেক সময় আছে এ্যাটলেটিকোর। মাথা উঁচু করে এই ম্যাচ খেলতে যাব আমরা। আর আমি নিশ্চিত যে ঘরের মাঠে আমরা জিতব।
×