ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্ভাগা ইউনুস খান

প্রকাশিত: ০৫:০৩, ৮ অক্টোবর ২০১৬

দুর্ভাগা ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রান তার। অথচ দেশের ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারছেন না ইউনুস খান। পাকিস্তানের প্রথম দিবারাত্রির টেস্টে ‘দর্শক’ হয়ে থাকতে হচ্ছে তাকে। বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হতে যাচ্ছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। আমিরাতে কৃত্রিম আলো আর গোলাপি বলের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায়। তবে অসুস্থতার কারণে দেশের ‘ঐতিহাসিক’ টেস্টে খেলতে পারছেন না ইউনুস। গত মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বর সেরে গেলেও চিকিৎসকের পরামর্শে এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সফলতম টেস্ট ব্যাটসম্যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইউনুস নির্বাচন কমিটিকে জানিয়েছেন যে প্রথম টেস্টের আগে তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন না। ডেঙ্গু জ্বর সেরে গেলেও শারীরিক সক্ষমতা ফিরে পেতে তার আরও ১০ দিন বিশ্রাম প্রয়োজন।’ ১০৮ টেস্টে ৩২টি শতকসহ ৯ হাজার ৪৫৬ রান করা ইউনুস গত আগস্টে নিজের সর্বশেষ টেস্টে ২১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওভালে অনুষ্ঠিত ম্যাচটা ১০ উইকেটে জিতে ২-২ সমতায় সিরিজ শেষ করেছিল পাকিস্তন। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টেস্ট সিরিজের পরের দুটি হবে আবুধাবি ও শারজায়।
×