ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

উহান ওপেনের কো.ফাইনালে হ্যালেপ

প্রকাশিত: ০৬:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৬

উহান ওপেনের কো.ফাইনালে হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ উহান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সিমোনা হ্যালেপ। রোমানিয়ার এই টেনিস তারকা মঙ্গলবার টুর্নামেন্টের তৃতীয় পর্বে ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন ইয়ারোসøাভা শভেদোভাকে। এদিকে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর টেনিস কোর্টে প্রথম জয় পেয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। জার্মান তারকা দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-৭, ৬-১ এবং ৬-৪ সেটে হারান ক্রিস্টিনা মাদেনোভিচকে। এদিনই ক্যারিয়ারের ৫০০তম জয়ের দেখা পান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। এদিকে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর প্রথম ম্যাচে জয় পেয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। মঙ্গলবার তিনি হারিয়েছেন ক্রিস্টিনা মাদেনোভিচকে। তবে জয়টা তার খুব সহজে আসেনি। প্রথম সেটেই ৭-৬ গেমে হেরে যান জার্মান তারকা। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান কারবার। এরপর তৃতীয় সেট হাড্ডাহাড্ডি লড়াই করে নিজের করে নেন দুটি গ্র্যান্ডসøাম জয়ী এই টেনিস তারকা। ম্যাচ শেষে স্বীকার করেছেন যে, প্রতিপক্ষ শুরুতে দুর্দান্ত খেলছিল। এ বিষয়ে কারবার বলেন, ‘কিকি খুব ভাল খেলছিল বিশেষ করে প্রথম সেটে। তবে দ্বিতীয় সেটেই আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। সর্বোপরি প্রথম ম্যাচ জিতে আমি খুবই আনন্দিত।’ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন কারবার। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেন তিনি। এরপর গত মাসে রিও অলিম্পিকের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন স্টেফি গ্রাফের এই উত্তরসূরি। এরপর চলতি মাসেই ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডসøাম জিতেছেন কারবার ইউএস ওপেন জয়ের মাধ্যমে। এদিকে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ক্যারোলিন ওজনিয়াকি। মঙ্গলবার ক্যারিয়ারের ৫০০তম ডব্লিউটিএ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন ডেনমার্কের এই টেনিস তারকা। উহান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ড্যানিশ এই টেনিস তারকা ৬-৪ এবং ৬-৪ গেমে হারান কেটরিনা সিনিয়াকোভাকে। এতে দারুণ রোমাঞ্চিত ক্যারোলিন ওজনিয়াকি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা নিজের টুইটারে লিখেছেন, ‘ক্যারিয়ারের ৫০০তম জয় উপভোগ করছি।’ ৫০১তম জয়ের ম্যাচে তার প্রতিপক্ষ দীর্ঘদিনের বান্ধবী এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। গত সপ্তাহে টোকিও ওপেনে বছরের প্রথম শিরোপা জিতেন ওজনিয়াকি। যেখানে রাদওয়ানাস্কাকে হারানোর অভিজ্ঞতা রয়েছে ওজনিয়াকির। টোকিওতেই চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের পর উহানেই দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া এই ড্যানিশ তারকা। উহান ওপেনেও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে তার সামনে এবার বড় বাধা রাদওয়ানাস্কা। রাদওয়ানাস্কা-ওজনিয়াকির সম্পর্কটা দীর্ঘ ১৫ বছরের! তাই দু’জনই দু’জনকে বেশ ভাল জানেন। যে কারণে ম্যাচে যে নিজের সেরাটা দিতে পারবেন সেই পরবর্তী রাউন্ডের টিকেট নিশ্চিত করবেন। তা ওজনিয়াকি নিজেই স্বীকার করেছেন।
×