ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্রামে স্টার্ক-হ্যাজলউড

প্রকাশিত: ০৬:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৬

বিশ্রামে স্টার্ক-হ্যাজলউড

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যস্ত সূচীর বিষয়টি মাথায় রেখে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠিত দুই পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে। ঠিক একই কারণে শ্রীলঙ্কার মাটিতে চলমান সিরিজের মধ্যপথে দেশে ফিরে গেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। তার সঙ্গে টি২০তেও অনুপস্থিত থাকছেন হ্যাজলউড। লঙ্কায় এরই মধ্যে পাঁচ ওয়ানডের সিরিজে ৩-১এ এগিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অসিরা। পাল্লেকেলেতে শেষ ম্যাচ রবিবার, এরপর রয়েছে দুটি টি২০। স্টার্ক অবশ্য শ্রীলঙ্কায় শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। এ মাসের শেষদিকে দুই সপ্তাহের দ. আফ্রিকা সফরে স্বাগতিক প্রোটিয়াদের সঙ্গে পাঁচটি ওয়ানডে খেলবে অসিরা, সেঞ্চুরিয়নের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। তার আগে ২৭ সেপ্টেম্বর বেননিতে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ওয়ানডে। নিয়মিত অধিনায়ক স্মিথ থাকবেন কি না, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি। তবে টিম অস্ট্রেলিয়ার জন্য চমক জাগানিয়া খবর দ. আফ্রিকা সফরের জন্য বোলিং কোচ করা হয়েছে রায়ান হ্যারিসকে। ৩৬ বছর বয়সী পেসার গত বছরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন! দীর্ঘ হাঁটুর ইনজুরির কারণে ২০১৫’র জানুয়ারিতে আচমকাই অবসরের ঘোষণা (টেস্ট) দেন তিনি। অবশ্য হ্যারিস ছিলেন কেবল সাদা পোশাকেই। বছরের শুরুতে দায়িত্ব ছাড়া ক্রেইগ ম্যাকডারমাটের জায়গায় বোলিং কোচ হওয়ার দৌড়ে তার নাম উঠে আসে। ২০০৯-২০১৫ পর্যন্ত অসিদের হয়ে ২৭ টেস্টে ১১৩ ও ২১ ওয়ানডেতে ৪৪টি উইকেট নেন নিউসাউথওয়েলসে জন্ম নেয়া ডানহাতি এ পেসার। টি২০তে ৩ ম্যাচে ৪ উইকেট। ক্যারিয়ার জুড়েই হাঁটুর ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে। ম্যাচ সংখ্যাই তার প্রমাণ! গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিডনি টেস্টই তার শেষ অন্তর্জাতিক ম্যাচ। খেলোয়াড়ী জীবনের ইতি টানার পরের বছরই জাতীয় দলের বোলিং কোচ হয়ে দারুণ উচ্ছ্বসিত হ্যারিস। নভেম্বরে ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
×