ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিসিবিতে আশরাফুল

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ আগস্ট ২০১৬

বিসিবিতে আশরাফুল

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা (ঘরোয়া) উঠে যাওয়ার পর মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। দেশের হোম অব ক্রিকেটে সব ধরনের অনুশীলন সুবিধা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক অধিনায়ক, ‘আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে বিসিবির অনুমতি নিয়ে অনুশীলন শুরু করতে পারব। যেহেতু ১৩ আগস্ট নিষেধাজ্ঞা উঠে গেছে আমি তাই আশাবাদী। এ বিষয়ে আশ্বাস পেয়েছি। হয়ত লিখিত দিতে হবে।’ আসন্ন ঘরোয়া বিসিএল, এনসিএল ও ঢাকা লীগে খেলার বিষয়ে আশাবাদী আধুনিক বাংলাদেশের আলোচিত এই ক্রিকেটার ‘বিপিএল ও জাতীয় দলের ফেরায় দু-একটি বাধা আছে। তবে আমি ঘরোয়া খেলা নিয়ে আগ্রহী। আশা করি ভাল করে সুযোগটা তৈরি করতে পারব।’ তিন বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা ৩২ বছর বয়সী তারকা তার ফিটনেস প্রসঙ্গে বলেন, ‘এতদিন একা একা কাজ করেছি, দলের সঙ্গে অনুশীলন করলে বোঝা যাবে। মনে হয় অতটা খারাপ অবস্থায় নেই।’ উল্লেখ্য, ২০১৩ বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ মেলায় ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩ বছরের স্থগিতাদেশ নিষেধাজ্ঞাসহ আশরাফুলকে মোট ৮ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। আপীলের পরিপ্রেক্ষিতে সেটি ৩ বছরে (ঘরোয়া) নেমে আসে। তবে বিপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে আরও দুই বছরের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। ১০০ বছরে মারা গেলেন হ্যাভেলাঞ্জ স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সাবেক ক্ষমতাধর সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ আর নেই। মঙ্গলবার ১০০ বছর বয়সে মারা যান তিনি। অলিম্পিক চলাকালীন সময়েই ব্রাজিলের রিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হ্যাভেলাঞ্জ। তার মৃত্যুতে ব্রাজিলসহ ফুটবলবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে অলিম্পিক চলাকালীন সময়ে হ্যাভেলাঞ্জের মৃত্যুতে ব্রাজিলজুড়ে সৃষ্টি হয়েছে শূন্যতা আর হাহাকার। মূলত হ্যাভেলাঞ্জের সাংগঠিনক দক্ষতার কারণেই ব্রাজিল ২০১৪ বিশ্বকাপ ফুটবল ও চলমান রিও অলিম্পিকের স্বাগতিকের মর্যাদা পায়। ৮ মে ১৯৭৪ থেকে ৮ জুন ১৯৯৮ সাল পর্যন্ত টানা দুই যুগ অর্থাৎ ২৪ বছর ফিফা সভাপতির দায়িত্ব পালন করেন হ্যাভেলাঞ্জ। তার যুগের পরই শুরু হয় সেপ ব্লাটার অধ্যায়। ব্লাটার যুগের শেষ প্রান্তে ফুটবলে ঘুষ-দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশ পায়। অভিযোগ উঠে হ্যাভেলাঞ্জের বিরুদ্ধেও। চলছিল তদন্ত। কিন্তু এখন আর এসবের কোন মূল্য থাকল না। মায়াময় নশ্বর এই দুনিয়ার মায়া ত্যাগ করে যে পরপারে চলে গেছেন ব্রাজিলের এই স্বনামধন্য ফুটবল সংগঠক। ১৯৬৩-২০১১ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরও সদস্য ছিলেন হ্যাভেলাঞ্জ। ফুটবলের উন্নয়নে অনেক অবদান রেখেছেন তিনি। তার সময়েই বিশ্বকাপ ১৬ থেকে ৩২ দলে উন্নীত হয়। ফিফার ইতিহাসে জুলে রিমে সর্বোচ্চ ৩৩ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বছর মসনদে থাকা হ্যাভেলাঞ্জ অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। হ্যাভেলাঞ্জ ৮ মে ১৯১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেন।
×