ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউরো বাছাই ফুটবল, চূড়ান্ত পর্বে অস্ট্রিয়া, ইংল্যান্ডের সহজ জয়, রাশিয়ার গোলবন্যা

মূলপর্বের সুবাস পাচ্ছে স্পেন

প্রকাশিত: ০৬:৪২, ১০ সেপ্টেম্বর ২০১৫

মূলপর্বের সুবাস পাচ্ছে স্পেন

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার সুবাস পাচ্ছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ১-০ গোলে হারায় মেসিডোনিয়াকে। আত্মঘাতী গোলের সৌজন্যে পাওয়া জয়ে ফ্রান্সের পথে আছে ভিসেন্টে ডেল বস্কের দল। এই গ্রুপের আরেক ম্যাচে বেলারুশ ২-০ গোলে লুক্সেমবার্গকে হারায়। সেøাভাকিয়া ও ইউক্রেনের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়। বর্তমানে আটটি করে ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে স্পেন। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেøাভাকিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তিনে ইউক্রেন। চমক দেখিয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে অস্ট্রিয়া। ‘জি’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়া ৪-১ গোলে হারায় স্বাগতিক সুইডেনকে। এই গ্রুপের আরেক ম্যাচে মন্টেনিগ্রো ২-০ গোলে পরাজিত করে মলদোবাকে। অপর ম্যাচে লিচেনস্টেইনের জালে গোলবন্যা করে রাশিয়া। ২০১৮ বিশ্বকাপের স্বাগতিকরা জয় পায় ৭-০ গোলে। আট ম্যাচ শেষে এই গ্রুপে সর্বোচ্চ ২২ পয়েন্ট অস্ট্রিয়ার। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাশিয়া। তিনে থাকা সুইডেনের পয়েন্ট ১২। ‘ই’ গ্রুপে ওয়েন রুনির রেকর্ডের ম্যাচে আরও একটি সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ২-০ গোলে হারায় সুইজারল্যান্ডকে। গ্রুপের অপর দুই ম্যাচে লিথুনিয়া ২-১ গোলে সান ম্যারিনোকে ও সেøাভেনিয়া ১-০ গোলে হারায় এস্তোনিয়াকে। আগের ম্যাচেই স্পর্শ করেন দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারীকে। তিন দিন বাদে ছাড়িয়ে গেছেন পূর্বসূরি স্যার ববি চার্লটনকেও। নতুন ইতিহাস গড়েছেন ওয়েন রুনি, হয়ে গেছেন ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। দলের সেরা তারকার এমন কীর্তি গড়ার দিনে ইংল্যান্ডও পেয়েছে সহজ জয়। ইউরো বাছাইয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে রয় হডসনের দল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে সাফল্য পায়নি ইংলিশরা। বিরতির পর ৬৭ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। ম্যারিনোর বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ম্যাচর ৮৪ মিনিটে আসে রুনির রেকর্ড গড়া গোল। অতিথি মিডফিল্ডার গ্রানিত জাকা নিজেদের ডি বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। তা থেকেই ইতিহাস রচনা করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। মেসিডোনিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে কোনরকমে জয় পায় স্পেন। গত সেপ্টেম্বরে প্রথম লেগে মেসিডোনিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল স্পেন। পরশু রাতে অষ্টম মিনিটে স্প্যানিশদের একটি আক্রমণ প্রতিহত করতে যেয়ে নিজেদের জালেই বল জড়ান স্বাগতিকদের একজন ফুটবলার। ৪২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ড্যানিয়েল কারভাহালের ডান দিক থেকে নেয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় ধরে স্পেন বলের নিয়ন্ত্রণ রাখলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের বেঁধে রাখতে স্বাগতিকদের মাঝ মাঠ আর রক্ষণের খেলোয়াড়দের কৃতিত্বও উল্লেখযোগ্য। স্পেনের হয়ে গোল পেতে এক রকম যুদ্ধই করতে হচ্ছে দিয়াগো কোস্তাকে।
×