ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অন্ধদের জন্য স্মার্টফোন আসছে

প্রকাশিত: ০৬:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৬

অন্ধদের জন্য স্মার্টফোন আসছে

স্মার্টফোনের এই যুগে দৃষ্টিপ্রতিবন্ধীরা যাতে এর সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে কথা মাথায় রেখে এবার অন্ধদের জন্যও বাজারে আসছে স্মার্টফোন। এখানে সব থেকে বড় চ্যালেঞ্জটি ছিল ডিসপ্লে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের অধ্যাপকরা সেই অসাধ্যকেও সাধন করলেন। সম্প্রতি তারা এমন এক ধরনের টাচস্ক্রিন ট্যাবলেট আবিষ্কার করলেন যেটি অন্ধরাও ব্যবহার করতে পারবে। শুধু দৃষ্টি শক্তি না থাকার কারণে এতদিন তাদের ফিচার ফোন ব্যবহার করতে হতো। উনিশ শতকের প্রথমদিকে ফ্রান্সে শত্রুর থেকে বাঁচার জন্য সেনাদের মেসেজ পাঠানোর জন্য ব্যবহার করা হতো এক ধরনের ডট প্রযুক্তির। সেই প্রযুক্তিতে অন্ধকারেও শুধু আঙ্গুলের স্পর্শে মেসেজ পড়া যেত। এই প্রযুক্তির প্রথম আবিষ্কার করেন লুইস ব্রেইল। ছয় ডটের এই প্রযুক্তিতে বর্ণ, শব্দ এবং অক্ষর লেখা ও পড়া যেত। পাশাপাশি দুটি সারিতে তিনটি করে ডট থাকত। এই প্রযুক্তিতে ব্যবহৃত প্রত্যেকটি ডটকে বলা হতো ‘সেল’। ইউনিভার্সিটি অফ মিশিগানের অধ্যাপক সিলি ও মডরেইন, সহযোগী অধ্যাপক ব্রেন্ট গিলেস্পি এবং পিএইচডি শিক্ষার্থী আলেক্সান্ডার রুসোমান্নো এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা একটি ডিসপ্লের সম্পূর্ণ অংশ পড়তে পারবেন। মিশিগানের গবেষকরা আশা করছেন, আর মাত্র কিছুদিনের মধ্যে এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।
×