
ছবি:সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করে জানিয়েছেন, গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ হোক বা বাংলাদেশের অন্য যেকোনো অঞ্চলের মানুষ—সবাই এই দেশের নাগরিক, সবাই সমান। এই সরকার কারো প্রতি বৈষম্য করছে না। আমরা মনে করি, সবার প্রতি সুবিচার নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব এবং তা আমরা পালন করছি।”
সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে তিনি বলেন, “যারা আইনের হাতে তুলে নিয়েছেন, সহিংসতায় জড়িয়েছেন—তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ অভিযোগ করছেন, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমি সাংবাদিকদের আহ্বান জানাব, আপনারা গোপালগঞ্জে গিয়ে নিজ চোখে দেখুন। আমরা সবকিছু নিয়মতান্ত্রিক এবং আইন অনুযায়ী পরিচালনা করছি।”
তিনি আরও বলেন, “সরকার কাউকে টার্গেট করছে না বা কোনো নির্দিষ্ট এলাকার প্রতি পক্ষপাত দেখাচ্ছে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যই আমাদের পদক্ষেপ।”
তথ্যসূত্রঃ https://youtu.be/R23-GuijoOc?si=zcFjaEjgEPYOlGGq
মারিয়া