ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউনুস সেন্টার থেকে মিথ্যাচার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪:২০, ২৮ মার্চ ২০২৪

ইউনুস সেন্টার থেকে মিথ্যাচার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

ইউনুস সেন্টার থেকে বরাবরের মতো মিথ্যাচার করা হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গাজায় যখন নারী-শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তখনও ড. ইউনুস কোনো প্রতিবাদ জানাননি। উল্টো ইসরায়েলের এক ভাস্করের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, যা গাজায় হত্যাযজ্ঞকে সমর্থন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

আরও পড়ুন : ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু

তিনি বলেন, আগেই বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ২ বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছিল, তাই বিএসএফ গুলি করে। বিজিবি এর প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠক হয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনায় এখনো কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে জানান মন্ত্রী। 

এদিকে সোমালিয়ার দস্যুদের কবল থেকে জিম্মি নাবিকদের উদ্ধার ও জাহাজ ফেরত আনার বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

ইউনুস সেন্টার থেকে বরাবরের মতো মিথ্যাচার করা হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যখন নারী-শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তখনও ড. ইউনুস কোনো প্রতিবাদ জানাননি। উল্টো ইসরায়েলের এক ভাস্করের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, যা গাজায় হত্যাযজ্ঞকে সমর্থন।

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×