ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বাবার নামে বিদ্যুৎ মিটার ওয়ারিশ সূত্রে নিজের নামে নিতে চান? খুব সহজেই জেনে নিন পুরো প্রক্রিয়াটি!

প্রকাশিত: ২২:৪০, ১৬ জুন ২০২৫; আপডেট: ২২:৪২, ১৬ জুন ২০২৫

বাবার নামে বিদ্যুৎ মিটার ওয়ারিশ সূত্রে নিজের নামে নিতে চান? খুব সহজেই জেনে নিন পুরো প্রক্রিয়াটি!

ছবিঃ সংগৃহীত

অনেক সময় বাবার নামে থাকা বিদ্যুৎ মিটারের মালিকানা সন্তানদের নামে পরিবর্তন করতে হয়, বিশেষ করে পিতা মৃত্যুবরণ করলে। তবে এ কাজে দরকার হয় সঠিক কাগজপত্র ও নির্ধারিত নিয়ম মেনে চলা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়ারিশ সূত্রে মিটারের মালিকানা পরিবর্তন করা যায়—

প্রথম ধাপ:
সবচেয়ে আগে বাবার অন্যান্য ওয়ারিশদের (যেমন ভাই, বোন) কাছ থেকে না-দাবি সনদ সংগ্রহ করতে হবে। এই সনদে তারা লিখিতভাবে জানাবেন যে, মিটারের ওপর তাদের আর কোনো দাবি নেই। এটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করিয়ে নিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
মিটার মালিকানা পরিবর্তনের জন্য নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হবেঃ
🔹 আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
🔹 ভোটার আইডি কার্ডের ফটোকপি
🔹 জমির খতিয়ান/দলিলের ফটোকপি
🔹 বিদ্যুৎ বিলের সর্বশেষ কপি
🔹 চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত না-দাবি সনদ

আবেদন প্রক্রিয়া:
সব ডকুমেন্টস প্রস্তুত করে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে প্রয়োজনীয় ফি অফিসের ক্যাশ কাউন্টারে জমা দিতে হয়।
এরপর কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত ও যাচাই-বাছাই করে সবকিছু ঠিক পেলে মিটারের মালিকানা পরিবর্তনের অনুমোদন দেয়।

শেষ ধাপ:
তদন্ত সাপেক্ষে সব ঠিক থাকলে বিদ্যুৎ অফিসের রেকর্ডে নতুন নাম অন্তর্ভুক্ত হয়, এবং আপনি হয়ে যান নতুন বৈধ মালিক।

সতর্কতা:
কোনো তথ্য গোপন বা ভুয়া সনদ দাখিল করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইমরান

×