
পিটার হাস
রক্ত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকার দূতাবাসের সহকর্মীদের নিয়ে রক্তদান করেন তিনি।
রোববার (১২ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দূতাবাসের সহকর্মীদের নিয়ে রক্তদান করেন মার্কিন রাষ্ট্রদূত।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ও ফেসবুকে দূতাবাসের সহকর্মীদের মার্কিন রাষ্ট্রদূতের রক্তদানের একটি ভিডিও পোস্ট করে দূতাবাস।
🩸Donating blood is essential to community health! We at Embassy Dhaka try to do our part for the people of Bangladesh. Our employees donated blood to the Evercare Hospital Blood Bank. Donate blood and save a life! pic.twitter.com/YngWPsVXqk
— U.S. Embassy Dhaka (@usembassydhaka) November 12, 2023
ভিডিও পোস্ট করে মার্কিন দূতাবাস লিখেছে, স্বাস্থ্যের জন্য রক্তদান অপরিহার্য। ঢাকার দূতাবাসে আমরা বাংলাদেশের জনগণের জন্য আমাদের দায়িত্বটুকু পালনের চেষ্টা করি। আমাদের কর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করেছেন। রক্তদান করুন, জীবন বাঁচান।
এবি