ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ১৭:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৭:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩

সাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাহাবুদ্দিন চুপ্পু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২২তম রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন দুদকের সাবেক কমিশনার এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় সরকারপ্রধান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দফতরে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি টিম। সেখানে মনোনয়ন ফরম তোলা ও জমাদানের প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

সংসদে আওয়ামী লীগর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। যা এখন সময়ের ব্যাপার মাত্র।

এমএস

×