ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্চে ঢাকায় আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান

প্রকাশিত: ১৯:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩

মার্চে ঢাকায় আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান

বিন সালমান। ফাইল ছবি।

বিজনেস সামিটে অংশ গ্রহণের জন্য আগামী মার্চে ঢাকায় আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদ। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

এদনি সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের এ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলানের সঙ্গে তার মতবিনিময় হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী মার্চ মাসে ঢাকা অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ গ্রহণ করবে।

তিনি জানান, ইতমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০ স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে, কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এগুলোতে আরও বেশি সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, বাংলাদেশ বিভিন্ন পণ্যের একটি বড় বাজার। আগামী মার্চ মাসে ঢাকা অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে অংশ গ্রহণ করবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদ। 

এদিকে সৌদি আরবের এ্যাম্বাসেডর ইসা ইউসেফ ইসা আলদুহাইলান এ সময় বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিজনেস সামিটে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সাউদের নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ গ্রহণ করবে।

এমএম

×