ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সম্পর্ক ভালো বলেই যুক্তরাষ্ট্র আমাদের বিভিন্ন পরামর্শ দেয়’

প্রকাশিত: ২০:১৬, ২০ ডিসেম্বর ২০২২; আপডেট: ২০:৪৩, ২০ ডিসেম্বর ২০২২

‘সম্পর্ক ভালো বলেই যুক্তরাষ্ট্র আমাদের বিভিন্ন পরামর্শ দেয়’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো। আর তাই তারা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

পিটার হাসের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন কিংবা নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই। তারা অনেক নিষেধাজ্ঞা দেয়, বড়লোকেরা অনেক নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে, অন্যদিকে চলে যায়। আমরা এগুলো নিয়ে মোটেই আতঙ্কিত নই।

তিনি বলেন, আমাদের সঙ্গে আমেরিকার খুব ভালো সম্পর্ক। বিভিন্ন ক্ষেত্রে অনেক যুক্ততা আমাদের। এ বছর দুই দেশের মধ্যে অন্তত ১৬টা বৈঠক হয়েছে। 

ভ্রমণ সতর্কতার বিষয়ে তিনি বলেন, এটি তাদের দায়িত্ব। যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।
 

 

এমএইচ

×