ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গহনাই হয়ে উঠেছে শিল্পকর্ম

শস্যবীজে নান্দনিক সাজ, প্রকৃতি বন্দনা

মোরসালিন মিজান

প্রকাশিত: ০০:০৯, ৩ জুলাই ২০২২

শস্যবীজে নান্দনিক সাজ, প্রকৃতি বন্দনা

শস্যবীজ

শস্যবীজের অভ্যন্তরে কতটা প্রাণ, কী সম্ভাবনা সে তো বাংলার কৃষক ভাল জানেনমাধুরী সঞ্চিতা স্মৃতি কৃষক ননতবে তিনিও বীজের সন্ধান করেনবীজ সংগ্রহে এখানে ওখানে ছুটে বেড়ানমাটিতে বুনা বা ফল ফসল প্রাপ্তি তার উদ্দেশ্য নয়বরং বীজের সম্ভাবনাকে নিজের মতো করে কাজে লাগিয়ে চলেছেনশস্যের বীজকে গহনায় রূপান্তরিত করেছেন চারুকলা থেকে পাস করা এই শিল্পীতার গহনাই হয়ে উঠেছে প্রকৃতির উপাদানবেশিরভাগ ক্ষেত্রেই অনুজ্জ্বল রং কিন্তু সে রং আলাদা এক ভাষা পেয়েছেঅকৃত্রিম অনুভূতিগুলোকে জাগিয়ে দেয়নান্দনিক সাজের নিশ্চয়তা যেমন পাওয়া যায়, তেমনি প্রিয় প্রকৃতি বন্দনার অনুষঙ্গ হয়ে ওঠে এক একটি গহনা

বিশেষ বৈশিষ্ট্যের এসব গহনা দেখার সুযোগ করে দিয়েছে ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজলা গ্যালারি বিচিত্র গহনা দিয়ে সাজানো এখনরাখা হয়েছে বিভিন্ন জাতের বীজওচেনা অচেনা এবং অল্প চেনা বীজ পাশাপাশি উপস্থাপন করে এসবের পরিচিতি তুলে ধরা হয়েছেপ্রদর্শনীতে দেখা যাচ্ছে তেঁতুল, বকুল, করল্লা, রঞ্জনা, গিলা, রক্তকুঁচ, হরীতকী, আলকুশি, রিঠা ইত্যাদি গাছের বীজকোন কোন বীজ অনেকে হয়তো জীবনে প্রথমবারের মতো দেখার সুযোগ পেয়েছেনচায়ের বীজের কথাই যদি বলি, জন আসলে চায়ের বীজ দেখেছেন? প্রদর্শনীতে ঠিক দেখা যাচ্ছে

শিল্পী নানা জাতের বীজ নিয়ে কাজ করেছেনকিছু বীজ সুই সুতোয় গেঁথে নিয়ে মালা তৈরি করেছেনআবার মাটি বা মেটালের গহনায় বীজের সুনিপুণ ব্যবহার করেছেনকাঠ ঝিনুক, কড়ি, শঙ্খ, মুক্তাসহ আরও কিছু প্রাকৃতিক উপাদানের ব্যবহার দেখা যায় প্রদর্শনীতেএসবের সঙ্গে লোহা, তামা, পিতল ইত্যাদি ধাতু ব্যবহার করা হয়েছেএমনকি সোনা রূপার গহনায় বীজ জুড়ে দিয়েছেন শিল্পীগলার মালা, কানের ঝুমকো, হাতে পরার ব্রেসলেট থেকে শুরু করে কনের সাজের টিকলিÑ সবই গড়া হয়েছে এই প্রক্রিয়ায়গিলাসহ আকারে বড় বীজ চিত্রিত করা হয়েছেএসবে প্রাকৃতিক রঙের যৌক্তিক ব্যবহার লক্ষ্য করা যায়এর বাইরে অধিকাংশ বীজ তার নিজস্ব রং নিয়ে প্রকাশিত হয়েছেফলে গহনাগুলোকে  প্রকৃতির উপাদান বলেই মনে হয়

উপস্থাপনারও প্রশংসা করতে হবেক্ষুদ্র ক্ষুদ্র গহনার বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা চোখে পড়ে গ্যালারিতেকোন কোন গহনার বড়সড় ইনস্টলেশন করা হয়েছেইনস্টলেশনগুলো মুগ্ধ হয়ে দেখছেন দর্শনার্থীরাএর বাইরে দারুণ কিছু কম্পোজিশন শিল্পীর শিল্পবোধ শিল্পরুচি সর্বোপরি প্রকৃতিপ্রেমকে উর্ধে তুলে ধরে

শিল্পী নিজেও বলছেন, আমার প্রকৃতি থেকে সৌন্দর্য খুঁজে নেয়ার আশৈশব আগ্রহআমার যাপিত জীবনে প্রকৃতির প্রভাব এবং আমার সমসাময়িক ভাবনা ও কাজের উপস্থাপন করা হয়েছে প্রদর্শনীতেবীজকে আমার মনে হয় সকল সৃষ্টির প্রাণবীজ থেকেই নতুন প্রাণের সৃষ্টি হয়তাই এ বীজ ব্যবহার করে আমি ধাতব বস্তুতে প্রাণ সঞ্চারের চেষ্টা করেছিআমার গহনা প্রকৃতিকে ধারণ করেছেপ্রকৃতির প্রতি মানুষের ভালবাসা বৃদ্ধি পাক, নতুন করে জেগে উঠুক- প্রদর্শনীর মধ্য দিয়ে এ বার্তাই দিতে চাই আমি

খুব জরুরী এ বার্তা গ্রহণ করতে ঘুরে আসুন প্রদর্শনীগত শুক্রবার শুরু হওয়া প্লেজান্টনেস: দ্য স্টোরি অব মাধুরী, শীর্ষক প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত

×