ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনীর সুবর্ণজয়ন্তীর ক্ষণগণনার উদ্বোধন

প্রকাশিত: ২৩:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২০

বিমানবাহিনীর সুবর্ণজয়ন্তীর ক্ষণগণনার উদ্বোধন

বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হবে ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে ওই আয়োজনের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার রাজধানীর বিএএফ শাহীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষণগণনা অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি দুটি স্মারক ডাকটিকেটও উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমন্ত্রিত অতিথি এবং কিলোফ্লাইটের বীরযোদ্ধাসহ উর্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা। এই ক্ষণগণনা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী সুবর্ণজয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করবে। প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া বাংলাদেশ বিমানবাহিনী সুবর্ণজয়ন্তী পালনের লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে নিঃসন্দেহে তা নবপ্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘কিলোফ্লাইট’ এবং মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের অবদানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান’ প্রদর্শন করা হয়। এছাড়াও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।-আইএসপিআর
×