নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৪ জুলাই ॥ বয়স্ক ভাতা, মাতৃদুগ্ধ, বিধবাভাতাসহ বিভিন্ন ত্রাণের কার্ড দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগে শুক্রবার বিকেলে র্যাব ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু ইউছুফ ভুঞা বাদলকে আটক করেছে। র্যাব-৭ সিপিসি-১ ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি নুরুজ্জামান জানায়, ৪১ মাতৃদুগ্ধ ভাতার কার্ড দেয়ার নাম করে জনপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা করে চাঁদা নিয়েও কাউকে ভাতার কার্ড দেয়নি।