ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে শিক্ষকসহ ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৫২, ২ জুলাই ২০২০

জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে শিক্ষকসহ ৯ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে দেশে আরও কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন ফেনীতে নারীসহ তিনজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী, কুড়িগ্রামে নারী, নাটোরে বেসরকারী কোম্পানির কর্মকর্তা, বগুড়ায় এক বৃদ্ধ, রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বরিশালের এক যুবক। মঙ্গলবার রাত ও বুধবার তারা মারা যান। এদিকে করোনায় আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। বিভিন্ন জেলায় নতুন করে অনেকেই আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ১৬ জন, নারায়ণগঞ্জে ২১, চট্টগ্রামের বাঁশখালীতে পৌর মেয়রসহ আট, ব্রাহ্মণবাড়িয়ায় ৮১, লক্ষ্মীপুরে ৫১, চাঁদপুরে ৩১, মাগুরায় আট, ঠাকুরগাঁওয়ে দুই, নোয়াখালীতে ৬১, ঝালকাঠিতে ১১, বগুড়ার আদমদীঘীতে পিআইওসহ ১৩, ফরিদপুরে পুলিশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৯৩, হবিগঞ্জে মাধবপুরের স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মকর্তাসহ ১১৭ এবং গাইবান্ধায় পাঁচজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
×