ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে আবারও মার্কেট ও শপিংমল চালু

প্রকাশিত: ২০:১৬, ১৮ মে ২০২০

টাঙ্গাইলে আবারও মার্কেট ও শপিংমল চালু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ মে ॥ সরকার নির্ধারিত স্বাস্থ্য বিধিমালা মেনে ব্যবসা পরিচালনা করার শর্তে টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল রবিবার দুপুর থেকে খোলার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ও শপিংমলগুলো। রবিবার দুপুরে জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোর স্বাস্থ্য বিধিমালা সরেজমিনে পরির্দশন করে এ নির্দেশনা দেন। প্রতিটি মার্কেট ও শপিংমলের প্রবেশ পথে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল। দোকানে প্রবেশের আগে প্রতিটি ক্রেতার শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। প্রতিটি ক্রেতা-বিক্রেতার মাস্ক ও হ্যান্ড গ্লাভস্ পরা বাধ্যতামূলক করা হয়েছে।
×