ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

টিকিট কেটে রাতে কোটিপতি গাড়িচালক

প্রকাশিত: ২৩:২০, ৩০ জানুয়ারি ২০২০

টিকিট কেটে রাতে কোটিপতি গাড়িচালক

অনলাইন ডেস্ক ॥ কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় লটারির দু’টি টিকিট কেটেছিলেন পেশায় গাড়িচালক রূপেশ। তিন ঘণ্টা কাটতে না কাটতেই রাত ৯টায় হয়ে গেলেন কোটিপতি! গাড়িচালক থেকে কোটিপতি হওয়ায় ভারতের পূর্ব বর্ধমানের গলসিতে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, মাঝে মধ্যেই লুকিয়ে লটারির টিকিট কিনতেন সরকারি রেশন ডিস্ট্রিবিউটরের গাড়িচালক রূপেশ। গত মঙ্গলবারও পূর্ব বর্ধমানের গলসি বাজারে ফল কেনার সময় দোকানের পাশেই লটারির দোকান দেখে ৬০ টাকা দিয়ে দু’টি সিরিজ ডিয়ার ইভিনিং লটারি কিনেন। রাত ৯টার পর পর জানতে পারেন ওই দু’টির মধ্যে একটি টিকিট তার ভাগ্য বদলে দিয়েছে। তিনি এখন কোটি টাকার মালিক। রূপেশের কেনা দুটি টিকিট 87A 12782 এবং 87A 12783 এর মধ্যে 87A 12782 নম্বরে তার ভাগ্য বদলে যায়। নিরাপত্তার জন্য রাতে এ বিষয়ে চুপচাপ থেকে সকালেই চলে যায় বর্ধমানের স্টেট ব্যাংকের প্রধান শাখায় এবং সেখানে টিকিট জমা দেন। জানা গেছে, রূপেশ গলসিতে সরকারি এক রেশন ডিস্ট্রিবিউটরের গাড়ি চালান। সপ্তাহের অধিকাংশ দিন রেশন সামগ্রী এলাকার রেশন ডিলারদের বাড়িতে পৌঁছে দেন। এ কাজের জন্য মাসে ৭ হাজার টাকা বেতন পান তিনি। যা দিয়ে বাড়িতে স্ত্রী, কন্যা, মা, বাবা ও ভাইকে নিয়ে চলে তার সংসার। কোটি টাকার লটারি পাওয়ার পর রূপেশ জানিয়েছেন, অভাবের সংসারে এ টাকা খুবই উপকারে আসবে। আপাতত একটি বাড়ি তৈরি ও কিছু জমি কেনার ইচ্ছে রয়েছে।
×