ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৯:১৬, ২৬ নভেম্বর ২০১৯

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার চরফরিদ ও মইজ্যারটেক এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ১১ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই মাদক কারবারিকে। রবিবার রাতে র‌্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। র‌্যাব সূত্রে জানানো হয়, কর্ণফুলী থানার চরফরিদ ফসিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার জোনাব আলীর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাবনাপুর গ্রামে। কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি টিম ফসিল স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। আটক করে জোনাব আলীকে। তারপর তার দেহ তল্লাশি করে পাওয়া যায় ইয়াবা ট্যাবলেটগুলো। যার মূল্য প্রায় ৪৮ লাখ ৩৭ হাজার টাকা। এদিকে, কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় লাখ টাকা। গ্রেফতার করা হয়েছে জমির উদ্দিন ওরফে মিজানুর রহমান (৩২) নামের এক মাদক কারবারিকে। তার বাড়ি কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায়।
×