ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিতহ পাঁচ

প্রকাশিত: ১৩:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিতহ পাঁচ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক স্থানে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মালিবাগে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আহতরা হচ্ছেন পিকআপ চালক কাজল, হেলপার বিল্লাল হোসেন ও রোকন। তাদের ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছেন। ভোরে মালিবাগ আবুল হোটেলের সামনে ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন ঢামেকে চিকিৎসাধীন। এদিকে বুধবার মধ্য রাতে মিরপুরের তানিন ভবনের সামনে দ্রæতগতির একটি বাস একটি যাত্রী রিক্সাকে ধাক্কা দিলে কালু মিয়া (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিরপুরের কল্যাণপুর পোড়াবস্তির বাসিন্দা দিনমজুর কালু মিয়া। তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত আরেক আরোহী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ও রিক্সাচালক আহত হলেও মোটামুটি ভাল আছেন বলে জানান ঢামেকের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে শ্যামলীতে বাসের চাপায় আবুল হোসেন (৬৫) নামে এক পথচারী মৃত্যু হয়েছে। দুপুর পৌনে ১টার দিকে শ্যামলী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন আবুল হোসেন। এ সময় দ্রæতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। তবে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনে ধাক্কায় ২ জন নিহত \ শেওড়া এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। নিহত একজনের নাম আরাফাত হোসেন (৪৫) ও অপরজন অজ্ঞাতপরিচয় (৭০)। তার আগে ভোরে আরেকটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি প্রাণ হারান। পরে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×