ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সীসা বার চালুর অভিযোগ

মাদকের নতুন আইনে বছরের প্রথম মামলা

প্রকাশিত: ০৫:৫৯, ২ জানুয়ারি ২০১৯

মাদকের নতুন আইনে বছরের প্রথম মামলা

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম দিনেই মাদকের নতুন আইনে প্রথম মামলা দায়ের করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট উৎসবে সীসা বার চালু করার অভিযোগে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় মামলাটি দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামরুল ইসলাম। রাতে বেগুনবাড়ির একটি বাসায় মাদকের গোপন আস্তানায় অভিযান চালিয়ে হাতেনাতে সীসা ও অন্যান্য মাদকসহ আটক করা হয় জামাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে। মাদকের পরিচালক (অপারেশন) ডিআইজি ড. এফএম মাসুম রাব্বানী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-২০১৮ এ সীসাকে মাদক হিসেবে পরিগণিত করা হয়েছে। তাই এ আইনের ৩৬(ক) এর ৩৪/ক ধারায় সীসাকে মামলাটি দায়ের করা হয়েছে। এ আইনে ১ কেজির নিচে সীসা পাওয়া গেলে কমপক্ষে ৩ বছরের কারাদ- এবং ১ কেজি ও তার বেশি পাওয়া গেলে ৫ বছর কারাদ-। জানা গেছে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ৩০ডি দক্ষিণ পাড়া (বেগুনবাড়ি)’র মর্নিং পোস্ট টাওয়ারের দোতলায় বাণিজ্যিকভাবে সীসা বারের আয়োজন করেন জামাল হোসেন। গোপনে এ সংবাদ পেয়ে পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে একটি মাদক টিম সেখানে হানা দেন। রাত গভীরে তখন ওই আস্তানায় এক কেজি সীসা, কয়েকটি হুক্কা, ও কয়েক বোতল বিদেশী মদ পাওয়া যায়। এখানে জামালকে হাতেনাতে ধরার পর মাদক টিম জানতে পারে- চারতলায় গায়ক আসিফ আকবর ও দ্রুবের নেতৃত্বে আরও একটি মাদকের আসর চলছে। মাদক টিম সেখানেও চড়াও হয়। কিন্তু ওই রুমে কয়েকটি বিয়ারের খালি কৌটা ছাড়া তারা আর কিছুই না পেয়ে চলে আসে। সকালে শিল্পাঞ্চল থানায় মামলা দায়েরের পর জামালকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। পুলিশ জানিয়েছে, এ মামলার তদন্ত শুরু হয়েছে। গ্রেফতারকৃত জামাল পেশাদার মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী। মাদক বিভাগ সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দোতলা ও চারতলায় একই মিশন নিয়ে মাদকের আসর বসানো হয়। দোতলায় অভিযানের খবর পেয়ে চারতলার আসর থেকে মাদক সরিয়ে ফেলায় তাদের আটক করতে পারেনি অভিযানকারী দল।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!