ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিটিভির সম্প্রচার শুরু

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ ডিসেম্বর ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিটিভির সম্প্রচার শুরু

ফিরোজ মান্না ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দেশের আরেকটি স্বপ্নের বাস্তবায়ন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের জন্ম হয়। ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ বিজয়ের ঘটনা দেশের আরও একটি বড় বিজয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার কাজ করেছে। আরও কয়েকটি টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির সঙ্গে সম্প্রচার চুক্তি করতে যাচ্ছে। প্রতি বছর দেশের বেসরকারী টেলিভিশন গুলো সম্প্রচারের জন্য বছরে এক হাজার এক শ’ কোটি মার্কিন ডলার ভাড়া বাবদ গুনতে হচ্ছে। যা এখন থেকে আর বিদেশী স্যাটেলাইটকে দিতে হবে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সেবা দিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে প্রথম বাণিজ্যিক চুক্তি করেছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। চুক্তির ফলে স্যাটেলাইট থেকে নৌযানে অত্যাধুনিক ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস এ্যালেনিয়া স্পেস। স্যাটেলাইট তৈরির কাজ শেষে এ বছরের ৩০ মার্চ উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। সেখানে আরেক মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটিকে মহাকাশে পাঠানো হবে। স্যাটেলাইট তৈরি এবং ওড়ানোর কাজটি বিদেশে। কিন্তু স্যাটেলাইটের সব নিয়ন্ত্রণ হবে বাংলাদেশ থেকেই। শাহজাহান মাহমুদ বলেন, বছরে ৫ কোটি মার্কিন ডলার আয়ের টার্গেট নিয়ে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বাণিজ্যিক বিপননের কাজ শুরু করেছে। ইতোমধ্যে দেশের মধ্যে সেবা দিতে বিসিএসসিএল নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে। চুক্তির ফলে স্যাটেলাইট থেকে নৌযানে অত্যাধুনিক ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। অল্প দিনের মধ্যে দেশের আরও কয়েকটি দফতরের সঙ্গে বিসিএসসিএলের চুক্তি হওয়ার কথা রয়েছে। এর বাইরে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান এবং উজবেকিস্তানের সঙ্গে বিসিএসসিএল যোগাযোগ করে যাচ্ছে। এই সব দেশের কাছ থেকে ইতিবাচক সারাও পাওয়া গেছে। স্যাটেলাইট থেকে সিগন্যাল পুরোদমে আসা শুরু হলে এসব দেশের সঙ্গে চুক্তি হবে। বিসিএসসিএল এমডি সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ স্যাটেলাইট উক্ষেপণের সঙ্গে সঙ্গে মর্যাদার আসনে যুক্ত হচ্ছে বাংলাদেশ। স্যাটেলাইট উক্ষেপণ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করা বাংলাদেশীদের মধ্যে এখন চলছে উৎসবের আমেজ। দেশেও আরও বেশি আমেজ বিরাজ করছে। গোটা রাজধানীসহ সারাদেশে স্যাটেলাইটের বিলবোর্ড ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য জনসাধারণকে দেখার সুব্যবস্থা করার। এই অর্জন বর্তমান সরকারকে একটি নতুন উচ্চকতায় নিয়ে গেছে বলে অনেকেই মনে করছেন। বিশ্বের শক্তিধর ও উন্নত দেশগুলোই কেবল স্যাটেলাইটের মালিক। বাংলাদেশের মতো দেশ আজ উন্নত দেশের কাতারে দাঁড়িয়েছে। স্যাটেলাইটের মালিক হিসেবে ৫৭তম দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে আরও উন্নত দেশ থাকলেও তাদের কোন নিজস্ব স্যাটেলাইট নেই। জাতি হিসাবে এটা গর্বের বিষয়। এখন থেকে উন্নত দেশগুলো বাংলাদেশকে তাদের সারিতেই ভাবতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিযোগাযোগ কার্যক্রম চালু হবে। স্যাটেলাইটের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপন হলে দেশে এই সেক্টরে যুগান্তকারী পরিবর্তন ঘটবে। তখন দেশের ৭৭২টি দুর্গম ইউনিয়নে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া সহজ হবে।
×