ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

প্রকাশিত: ০৬:২৩, ২৫ অক্টোবর ২০১৮

মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

কোর্ট রিপোর্টার ॥ ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন ঢাকা বারের আওয়ামী লীগ সমর্থক এক আইনজীবী। বুধবার আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সুমনা আক্তার লিলি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশের স্পেশাল পিপি নজরুল ইসলাম শামীম জানিয়েছেন, মামলার বাদী লিখিতভাবে মামলার কপি আদালতে এনেছেন। ডিজিটাল নিরাপত্তা আইন ২৫(প) ও ২৯ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। পরে বিচারক মোহাম্মদ আস্ সামছ জগলুল গুলশান থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন বলেও পিপি জানিয়েছেন। সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে ঠাকুরগাঁও, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, ময়মনসিংহসহ বেশ কয়েকটি স্থানে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রংপুরের মামলায় তিনি এখন কারাগারে রয়েছেন। এছাড়া রাজবাড়ী, নড়াইল, নেত্রকোনা ও ময়মনসিংহে বুধবার আরও কয়েকটি মামলা হয়েছে মইনুল হোসেনের বিরুদ্ধে। নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে বুধবার নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলা দায়ের হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা বাদী হয়ে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ এর ২৯ (১) ধারায় এ মামলাটি দায়ের করেন। বাদী কামরুন্নেছা আশরাফ নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর স্ত্রী। তিনি জনকণ্ঠকে জানান, সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনের টক শোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সংক্ষুব্ধ হয়ে আমি এ মামলা দায়ের করেছি। বাদীর আইনজীবী এ্যাডভোকেট মনোয়ার পারভেজ জানান, আদালতের বিচারক শরিফুল হক মামলাটি আমলে নিয়েছেন। স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীনা বলে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে ময়মনসিংহের আদালতে। বুধবার সকালে এ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রোজিনা খান মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে মঙ্গলবার একই আদালতে মামলা করেন মনিরা সুলতানা মনি। নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, একটি বেসরকারী টিভি চ্যানেলের টকশোতে সাংবাদিক ও লেখক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় রাজবাড়ীতে বুধবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সালেহা বেগম বাদী হয়ে এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবিতে রাজবাড়ীর ২নং আমলী আদালতে এ মানহানি মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক লাবনী আক্তার মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার আরজিতে পাঁচ সাক্ষীর মধ্যে প্রথম সাক্ষী হিসেবে মাসুদা ভাট্টি এবং পর্যায়ক্রমে কালুখালী উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যানের নাম রয়েছে। নিজস্ব সংবাদদাতা, নড়াইল থেকে জানান, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন স্থানীয় সাংবাদিক মিলি খানম। মামলাটি আমলে নিয়ে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ আসামি মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
×