ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডে কেয়ার আইন প্রণয়নে কাজ করছে সরকার ॥ চুমকি

প্রকাশিত: ০৫:২১, ১৫ অক্টোবর ২০১৮

 ডে কেয়ার আইন  প্রণয়নে কাজ  করছে সরকার ॥ চুমকি

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কর্মজীবী নারীর শিশু সন্তানকে লালন-পলনের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ বাড়াতে এবং নতুন নতুন ডে-কেয়ার স্থাপনে উৎসাহ দিতে ডে-কেয়ার আইন প্রণয়নে কাজ করছে সরকার। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ এর আয়োজনে সিডো ৬৫ মিটিংয়ের নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ৯৮ ডে কেয়ার কেন্দ্র স্থাপন করেছে। এই ক্ষেত্রে ব্যক্তিগত অংশগ্রহণকে উৎসাহিত করতেই একটি আইন প্রণয়নের কাজ চলছে। প্রতিমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র সন্তান লালন-পালন করার জন্য অনেক মাকে চাকরি ছেড়ে দিতে হয়। ফলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমে যায়। এজন্যই ডে-কেয়ার স্থাপন করা হয়েছে।
×