ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টঙ্গী-গাজীপুর মহাসড়ক যানজটমুক্ত

প্রকাশিত: ০৫:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৮

টঙ্গী-গাজীপুর মহাসড়ক যানজটমুক্ত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২ সেপ্টেম্বর ॥ টঙ্গী গাজীপুর মহাসড়কে তিন চাকার যান চালানোর দাবিতে রবিবার সন্ধ্যায় টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ করেছে তিন চাকা যানের মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তারা দাবি করছে তিন চাকার যান মহাসড়কে চালাতে দিতে হবে। মিছিলটি টঙ্গী কলেজ গেইট থেকে শুরু হয়ে মহাসড়ক ধরে টঙ্গী বাজারের দিকে চলে যায়। এদিকে টঙ্গী গাজীপুর মহাসড়ক যানজটমুক্ত রাখতে পহেলা সেপ্টেম্বর থেকে টঙ্গী গাজীপুর মহাসড়কে তিন চাকার সমস্ত যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার চৌধুরী। নিষেধাজ্ঞা আরোপের দিন থেকে টঙ্গী গাজীপুর মহাসড়ক যানজটমুক্ত মহাসড়কে পরিণত হয়। শনিবার থেকে কোথাও কোন যানবাহনের কোন যানজট দেখা যায়নি। মূলত তিন চাকার ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক, লেগুনা, হিউম্যানহুলার প্রবৃত্তি টঙ্গী গাজীপুর মহাসড়কে চলাচলের ফলে দিনভর অন্য যানবাহনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকত। গাজীপুর জেলা পুলিশ সুপার তিন চাকার যানবাহন টঙ্গী গাজীপুর মহাসড়কে নিষেধাজ্ঞা আরোপ করায় যানজট শূন্যের কোঠায় নেমে আসে। স্থানীয় জনসাধারণ গাজীপুর জেলা পুলিশ সুপারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
×