ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চবিতে সাংবাদিকতা বিষয়ক ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ জুলাই ২০১৮

চবিতে সাংবাদিকতা বিষয়ক ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার শুরু হয়েছে সাংবাদিকতা বিষয়ক ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশগ্রহণ করছেন ১০টি দেশের ৭০ প্রবন্ধ উপস্থাপক ও ১১ বক্তা। প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনের প্রধান উপজীব্য ‘মিডিয়া, কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম : প্রসপেক্টস এ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ এ্যান্ড বিয়ন্ড।’ বাংলাদেশ এবং বাইরের দেশসমূহে গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষক ও বিশেষজ্ঞরা তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। মঙ্গলবার বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ শহিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি দেশ-বিদেশ থেকে আগত স্কলারদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি অত্যন্ত খুশি যে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এরকম একটি সম্মেলনে আমি কথা বলার সুযোগ পেয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে গণমাধ্যম এখন একশ’ ভাগ স্বাধীনতা ভোগ করছে। তবে বর্তমানে মিডিয়ার ব্যবহারের চাইতে অপব্যবহার বেশি হচ্ছে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে এনে তিনি বলেন, যারা আত্মহত্যা করছে তার অধিকাংশের জন্যই কোন না কোন সোশ্যাল মিডিয়া দায়ী। তাই মিডিয়ার অপব্যবহার বন্ধ করতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিউজ আমরা কার জন্য করছি। আমরা পত্রিকা মালিকদের বা কোন রাজনৈতিক দলকে খুশি করার জন্য নিউজ করছি কি না।
×