ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

রাজধানীতে রাস্তার ওপর থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ১৯:০৭, ২৭ মে ২০১৮

রাজধানীতে রাস্তার ওপর থেকে নবজাতক উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলের শেওড়াপাড়া এলাকায় রাস্তার আইল্যান্ড থেকে একটি নবজাতক উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারের পর দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয় জানিয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শেওড়াপাড়ায় রাস্তার আইল্যান্ড থেকে টাওয়াল দিয়ে মোড়ানো একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। শিশুটিকে কে বা কারা ফেলে গেল সেটা পুলিশ খতিয়ে দেখবে বলে জানান তিনি।
×