ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কোটা কখনও চিরন্তন হতে পারে না ॥ আকবর আলী

প্রকাশিত: ০৬:৩২, ১৩ মে ২০১৮

কোটা কখনও চিরন্তন হতে পারে না ॥ আকবর আলী

স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে কোটা ব্যবস্থা আছে তা অত্যন্ত দুর্বল। কোটা হলো কোন লক্ষ্য অর্জনের ব্যবস্থা মাত্র। কোটা কখনও চিরন্তন ব্যবস্থা হতে পারে না। প্রতিবন্ধীদের জন্য যে এক শতাংশ কোটা আছে তাও বাধ্যতামূলক নয়। দেশে ১০ শতাংশ লোক প্রতিবন্ধী। এই বিবেচনায় তাদের জন্য সরকারী চাকরির কোটা এক থেকে বাড়িয়ে ৬ করা উচিত। তবে প্রতিবন্ধীদের আরও শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এগিয়ে আসে। শনিবার ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে যুক্তি আলোয় দেখি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
×