ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাজা খাটার ২৬ বছর পর আপীলে খালাস

প্রকাশিত: ০৫:৫১, ২২ মার্চ ২০১৮

সাজা খাটার ২৬ বছর পর আপীলে খালাস

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে ছয়টি গরু আনার অভিযোগে বিচারিক আদালতে দুই ব্যক্তির পাঁচ বছরের কারাদ- হওয়ার ৩১ বছর পর সেই মামলার আপীল নিষ্পত্তি করেছে হাইকোর্ট। একই সঙ্গে অভিযুক্ত দুই জনকে খালাসও দেয়া হয়েছে। পাঁচ বছর সাজা খেটে অবশেষে ২৬ বছর পর তারা হাইকোর্টে খালাস পেলেন। বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ বুধবার ওই দুই ব্যক্তিকে খালাস দিয়ে রায় দেন। আদালতে আসামি পক্ষে শুনানি করে সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড’র প্যানেল আইনজীবী কুমার দেবুল দে। পরে সাংবাদিকদের তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে ছয়টি গরু আমদানির অভিযোগের এক মামলায় ১৯৮৭ সালে আবদুল কাদের ও মফিজুর রহমান নামে দুই ব্যক্তিকে পাঁচ বছরের সাজা দেয় বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে তৎকালীন যশোর হাইকোর্টে আপীল করেন তারা। ওই সময়ে বিভাগীয় হাইকোর্ট পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর ওই মামলা ঢাকার হাইকোর্টে আসে। এ্যাডভোকেট কুমার দেবুল দে জনকণ্ঠকে বলেন, ওই দুই ব্যক্তি তাদের পাঁচ বছরের সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়ে গেছেন। এরপর মফিজুর রহমান মারা যান। তবে আবদুল কাদের এখনও জীবিত আছেন। মামলার আপীল শুনানি এত দেরি হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আপীল করার পর এ মামলার তদবির কারক আইনজীবীর সঙ্গে কোন যোগাযোগ রাখেননি। ওই মামলার আইনজীবী ছিলেন এম এ ওয়াহাব। পরে তিনিও মারা যান। এরপর জানুয়ারি মাসে হাইকোর্ট থেকে আবদুল কাদেরকে চিঠি দেয়া হয় মামলায় আইনজীবী নিয়োগ দেয়ার জন্য। সেই চিঠি পেয়ে সুপ্রীমকোর্ট লিগ্যাল এইডের সঙ্গে গত বছরের ৩০ নবেম্বর যোগাযোগ করেন আবদুল কাদের। এরপর লিগ্যাল এইড এ মামলার দায়িত্ব নেয়। পরে মামলাটি শুনানি করে বুধবার রায় হয়। রায়ে দুইজনকেই খালাস দেয়া হয়।
×