ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিডিএস’র ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালন

প্রকাশিত: ০৪:৫৮, ৯ মার্চ ২০১৮

বিডিএস’র ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালন

রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ডেন্টাল সার্জনদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) উদযাপন করেছে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে। ‘বিডিএস নয়তো ডেন্টিস্ট নয়’ সেøাগান সামনে রেখে মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে প্রায় দু’হাজার ডেন্টিস্টের আনন্দ শোভাযাত্রা সমাগমের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু (পালিত) হয়। শুভেচ্ছা বক্তব্যে বিডিএস মহাসচিব ডাঃ হুমায়ুন কবীর বুলবুল বলেন, ‘দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশের ডেন্টিস্ট্রি আজ আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। আর কোন অপশক্তি বাংলাদেশের ডেন্টিস্ট্রিকে দাবায়ে রাখতে পারবে না।’ সমাপনী বক্তব্যে বিডিএস সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কাসেম ওরাল হেলথের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করেন এবং আগামী ২০ মার্চ বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে জাতীয়ভাবে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালন করার ঘোষণা দেন। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, ডেমো চলচ্চিত্র, বিজ্ঞাপন প্রদর্শন, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, ডেন্টাল সার্জনবৃন্দ ও বিডিএস নেতারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×