ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৩, ১ ফেব্রুয়ারি ২০১৮

টঙ্গীতে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৩১ জানুয়ারি ॥ মেশিনে ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্পিনিং মিলের এক নারী শ্রমিকের। নিহতের নাম সোনিয়া (২২)। বুধবার ভোরে টঙ্গীর বাদাম এলাকায় এনন মিলাজ স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। সোনিয়ার সহকর্মীরা জানান, রাতের শিফটে ডিউটি করার সময় সুতার মেশিনে সোনিয়ার ওড়না পেঁচিয়ে গেলে সে নিজেও মেশিনে আটকা পড়ে পেঁচিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় টঙ্গী আহসান উল্লা মাস্টার হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সোনিয়ার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ঝিকরগাছি গ্রামে। সে কারখানার কোয়ার্টারে থাকত। ইউজিসিতে কর্মশালা দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ে বাস্তবায়নাধীন সাব-প্রজেক্ট (রাউন্ড-৪) -এর হিসাবরক্ষকদের জন্য আয়োজিত প্রকিউরমেন্ট শীর্ষক এক কর্মশালা বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর একাডেমিক ইনোভেশন ফান্ড (এআইএফ) ইউনিট এই কর্মশালার আয়োজন করে। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), হেকেপ ও সোহেল আহমেদ, উপ-প্রকল্প পরিচালক, হেকেপ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। -বিজ্ঞপ্তি
×