ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি দাবিতে মিছিল

প্রকাশিত: ০৬:১৭, ৩১ জানুয়ারি ২০১৮

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসি দাবিতে মিছিল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রী রোকসানাকে (১০) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মূল আসামি রায়হান কবির সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গোদনাইলের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় সাধারণ জনগণসহ গোদনাইল উচ্চ বিদ্যালয়, গোদনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বর্ণমালা একাডেমির শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন থেকে গোদনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী রোকসানাকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে গ্রেফতারকৃত আসামি রায়হান কবির সোহাগের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘রোকাসনার খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে উপস্থিত ছিলেন- নাসিক ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি কাজী নাজমুল ইসলাম বাবুল, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি সংকর হালদার, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ মিয়া, গোদনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আল আমিন, মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, মুক্তিযোদ্ধা আঃ সালাম, সম্প্রীতি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, নিহত রোকসানার বাবা আশরাফুল আলম, মা কারিনা বেগমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
×