ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা চুরি

প্রকাশিত: ০৫:২৪, ৩০ জানুয়ারি ২০১৮

সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা চুরি

জাপানী প্রতিষ্ঠান কয়েনচেক থেকে পাঁচ শ’ ৩৪ মিলিয়ন ডলার চুরির অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। এটা বিশ্বে ডিজিটাল মুদ্রা চুরির সবচেয়ে বড় ঘটনা। কয়েনচেক জাপানের শীর্ষ ডিজিটাল মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। কয়েনচেক থেকে চুরির বিষয় সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এই অভিযোগ সত্যি প্রমাণ হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা চুরির ঘটনা। এর আগে ২০১৪ সালে আরেক জাপানী প্রতিষ্ঠান মেটগক্স থেকে ৪০০ মিলিয়ন ডলার চুরি হয়েছিল। চুরি সম্পর্কে কয়েনচেকের একজন প্রতিনিধি জাপানী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যে অর্থ হারিয়েছি তা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়বে।’ কয়েনচেক থেকে চুরি হওয়া অর্থ হট ওয়ালেটে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে। হট ওয়ালেট হলো অফলাইনে থাকা সম্পদ অনলাইনে নিয়ে আসা। মূলত কোল্ড ওয়ালেট তথা অফলাইনে কয়েনচেকের সম্পদ নিরাপদে সংরক্ষিত ছিল। কিন্তু সেই নিরাপত্তা ভেঙ্গে হ্যাকাররা ওই সম্পদকে অনলাইনে নিয়ে আসে। তারা বলছেন, তাদের সম্পদ কোন ডিজিটাল ঠিকানায় পাঠানো হয়েছে তা জানা আছে তাদের। -ভার্জ
×