ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রলি ব্যাগের হাতলে সাড়ে ৭ কেজি সোনা!

প্রকাশিত: ২০:২৬, ১৮ ডিসেম্বর ২০১৭

ট্রলি ব্যাগের হাতলে সাড়ে ৭ কেজি সোনা!

অনলাইন রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কোটি টাকার প্রায় সাড়ে ৭ কেজি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। সোনার বারগুলো যাত্রীদের বহনকৃত ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো অবস্থায় আনা হয়। রবিবার রাতে ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকার রিজেন্ট ৭৮৭ বিমানে আসা ৩ যাত্রীর কাছ থেকে ওই সোনার বার উদ্ধার করা হয়। সোমবার ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির এসব তথ্য জানিয়েছেন। ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, শাহজালালে ঢাকার প্রিভেন্টিভ দল (শুল্ক) গত রাতে শাহজালাল বিমানবন্দরে চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩.৫৯ কেজি, মো. মহসীনের কাছ থেকে ১.৯৯ কেজি এবং রকনুজ্জামান নামের যাত্রীর কাছ থেকে ১.৭৯ কেজিসহ মোট ৭.৩৭ কেজি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো যাত্রীদের বহনকৃত ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো অবস্থায় আনা হয়। জব্দকৃত ৭৪টি সোনার বারের ওজন ৭.৩৭ কেজি। এর বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া করা হয়েছে।
×